২১ থেকে ২৩শে সেপ্টেম্বর পর্যন্ত ইন্টারনেটে ধীরগতি থাকবে বলে জানিয়েছে সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডের (বিএসসিসিএল)। 




ম্যানেজিং ডিরেক্টর মনোয়ার হোসেন গণমাধ্যমকে জানান, প্রথম সাবমেরিন ক্যাবলের মেরামত কাজ চলায় এই তিন দিন ধীরগতি থাকবে। ফলে ইন্টারনেট ব্যবহারকারীরা সাময়িক সমস্যার সম্মুখীন হবেন। তবে এই কয়দিন বিকল্প ব্যবস্থা হিসেবে দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের মাধ্যমে ইন্টারনেট সেবা স্বাভাবিক রাখার চেষ্টা করা হবে। তিনি জানান, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে সাবমেরিন ক্যাবল রিপিটারের মেরামত কাজ করা হয়। এজন্য কিছু সময় লাগে। এই তিনদিন ১ হাজার ২৬০ কিলোমিটার লম্বা এসইএ-এমই-ডব্লিউই ৪ ক্যাবল রিপিটার মেরামত করব।
ইন্টারনেট স্পিড যেভাবে বাড়াবেনঃ
মূলত এই সমস্যা টা হয় ড্রাইভার এর কারনে… সুতরাং প্রথমে আমদের ড্রাইভার আপডেট করতে হবে… আপডেট করতে
Windows+ R চেপে Run ওপেন করুন এবং compmgmt.msc লিখে enter দিন
open manage



Device Manager => Network adpaters এ যান সেখান থেকে আপনার ওয়াইফাই এর Adapter

 টা খুজে বের করুন আমার ক্ষেত্রে সেটার নাম
Dell Wireless 1703 802(2.4GHz)

Adapter টা খুজে পেলে right click করে “Update driver software ” দিন এবং 

একটা মেন্যু পপ আপ হলে “Search automatically for updated driver software ” select করুন
ড্রাইভার টা আপডেট হলে(আগে থেকে আপডেটেড থাকলেও সমস্যা নাই ) মাউস এ Right button
 এ ক্লিক করে “Properties “=> “Advanced” এ যান
“802.11 Bandwidth” টা “20MHz” থাকলে “20MHz/40MHz Auto” করে দিন
20MHz 40MHz auto

ব্যাস … এইবার আপনি ব্রডব্যান্ড থেকে দেয়া ফুল স্পিড পাবেন।


এছাড়াও windows firewall থেকে auto update বন্ধ করে দিলে ইন্টারনেট স্পীড আগের চাইতে ভালো সাপোর্ট দিবে। 

প্রযুক্তি বিষয়ক বিভিন্ন টিপস / ট্রিকস সহ লেখা গুলো পড়তে চাইলে এখানে ক্লিক করুন। Click here
যত দিন যাচ্ছে, ততই চমক আসছে। এবার সেই চমকে যুক্ত হয়েছে এমনই এক পেন, যা কিনা নিজ থেকেই লিখে দেবে আপনার চাওয়াগুলোকে। অর্থাৎ আপনি যা মনে মনে চাইছেন তা সহজেই আপনার মন বুঝে এই পেন লিখে ফেলবে।


শুধুমাত্র, হাতে ধরিয়ে দিলেই হবে তারপর বাদবাকি কাজ এই কলম করে দেবে। আপনাকে আর কিছু করতে হবে না। নির্দেশ মেনে নিজেই সব লিখে ফেলবে। এমনকি কম্পিউটারে সেভ করা কোনও অ্যাপ্লিকেশনের ফাইলের প্রিন্ট-আউট নিতে চান,তবে ‘অ্যাক্সি ড্র’ অর্থাৎ এই পেনে সেভ করে দিন। ‘অ্যাক্সি ড্র’ তার সঙ্গে জুড়ে থাকা গ্রিপে একটি কলম দিয়ে আপনার অ্যাপ্লিকেশন ফাইলটাকে হাতের লেখার মতো প্রিন্ট করে দেবে।
কি এই ‘অ্যাক্সি ড্র’? আসলে এটি একটি রোবোটিক প্রিন্টার। এই প্রিন্টার হাতের লেখার মতো প্রিন্ট করে। এর প্রিন্টারে খালি জুড়ে দিন যে কোনও ধরনের একটি ফাউন্টেন কলম। যে কোনও ধরনের হাতের লেখা থেকে আপনার সই বা কোনও ধরনের ডায়াগ্রাম, সব নিমেষে এঁকে দেবে এই ‘অ্যাক্সি ড্র’।

সংগৃহীত 
প্রযুক্তি নির্ভর এই যুগের অন্যতম একটি অংশ স্মার্টফোন। আর এর গুরুত্বপূর্ণ একটি অঙ্গ ফ্রন্ট ক্যামেরা।

তারই জের ধরে সেলফি নিয়ে সারা বিশ্বের মাতামাতিকে ব্যবসায় রূপান্তরিত করতে বেশ কিছু মোবাইল সংস্থা উঠেপড়ে লেগেছে। এদের মধ্যে অন্যতম চীনা সংস্থা ওপো এবং ভিভো। দুই সংস্থার মোবাইলের প্রধান ইউএসপি ফিচার ফ্রন্ট ক্যামেরার গভীরতা। তবে এবার সব কিছু ছাপিয়ে গেল ভিভো। সংস্থার ফ্ল্যাগশিপ মডেল Vivo V7 Plus এ ২৪ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে, যা বিশ্বের মধ্যে প্রথম কোনো মোবাইলের ফ্রন্ট ক্যামেরায় দেওয়া হল।
এর আগের মডেল V6 Plus এ ২০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছিল সঙ্গে মুনলাইট ফ্ল্যাশ ছিল। একটি নয় ডুয়াল ক্যামেরা ছিল সেখানে। অন্য ক্যামেরাটি ছিল ৮ মেগাপিক্সেল।
নতুন মডেলে ২৪ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সঙ্গে সফ্ট ফ্ল্যাশ, অন্ধকারে সেলফি তুলতে কোনো সমস্যা হবে না। তার ওপর অ্যাপার্চার দেওয়া হয়েছে f/2.0. অর্থাৎ কম আলোয় খুব ভালো ছবিও উঠবে। প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে ১৬ মেগাপিক্সেল, সেখানেও অ্যাপার্চার f/2.0 এবং LED ফ্ল্যাশ। ফেস বিউটি এবং পোট্রেইট মোড আগে থেকে দেওয়া রয়েছে।
অপারেটিং সিস্টেম রয়েছে অ্যান্ড্রয়েড 7.1 নোগাট, অক্টাকোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৫০ প্রসেসর। ৪ জিবি র‌্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল মেমরি রয়েছে। মাইক্রো SD কার্ডের সাহায্যে ২৫৬ জিবি পর্যন্ত মেমরি এক্সপ্যান্ড করা যাবে। Li-ion ৩২২৫ mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কিন্তু এটি ফোনের সঙ্গে ফিক্সড অবস্থায় রয়েছে। 4G তো বটেই, তার সঙ্গে স্মার্টফোনের প্রায় সমস্ত প্রয়োজনীয় ফিচার রয়েছে। ফোনটির প্রধান প্রতিদ্বন্দ্বী অবশ্যই ওপো F3. এই মডেলের দাম ২০ হাজার টাকার কাছাকাছি। ভিভোর নতুন মডেলের দাম রাখা হয়েছে প্রায় ২২ হাজার টাকা।

সংগৃহীত 

Grand Theft Auto IV

প্রথমে আপনাদের সামনে যেই গেমস টা নিয়ে আসলাম সেটা এর পিছনের হিস্ট্রি টা হল আপনি বিশ্ব ভ্রমনে বের হয়েছেন। তার জন্য আপনি যানবাহন বা আপনার পদযুগল ব্যবহার করতে পারবেন। বাকি টা নাই বললাম খেলে আপনার মজার অভিজ্ঞতা শেয়ার করেন। কিছু মজার ইনফো এই গেম নিয়ে


The Legend of Zelda: Breath of the Wild


পৌরাণিক কাহিনীগুলি হিউইউল এবং কল্যাণ Ganon রাজত্ব, একটি প্রাচীন মন্দ মধ্যে দ্বন্দ্ব রেকর্ড করেছে প্রতিটি সময় Ganon হাজির, তিনি চ্যাম্পিয়ন নায়ক পাশাপাশি দেবী হিলিয়া থেকে descended একটি রাজকুমারী দ্বারা পরাজিত হয়। এই কাহিনি কে ঘিরে এই গেমস টি তৈরি করা হয়েছে।বাকি টা নাই বললাম খেলে আপনার মজার অভিজ্ঞতা শেয়ার করেন। 



Super Mario Galaxy 2

রাজকুমারী পিচ স্টার উৎসবে কিছু কেক ভাগ করার জন্য মারিওকে আমন্ত্রণ জানায়, এক সময় যখন স্টার কনা আকাশ থেকে নিচে নেমে আসে মাশরুম কিংডমের উপর। তার পথে, মারিও একটি Luma খুঁজে পায়, যিনি অবিলম্বে তাকে বন্ধুত্ব এবং তাকে স্পিন করার ক্ষমতা প্রদান করে।

The Legend of Zelda: Ocarina of Time

Ocarina সময়ের Ocarina Hyrule এর কাল্পনিক রাজত্ব, সর্বাধিক Zelda গেমের কিংবদন্তী সেটিং সেট করা হয়। বাকি টা জানতে হলে গেম টা খেলুন আমার খুবই পছন্দের গেমস একটা তাই আমি কোন হিন্টস দিচ্ছি না। খালি একটা কথা অ্যাড করবো এটা একবার খেলা শুরু করলে আপনার কম্পিউটার আসক্তি শুরু হয়ে যাবে।

Super Mario Galaxy

এবার আপনাদের সামনে নিয়ে আসছি সেই নাম্বার ১ রাঙ্কিং এর পিসি গেমসকে। সবাই বুঝে গেছেন কি সেই গেমেস এর নাম তারপর ও বলছি Super Mario Galaxy। কাহিনি টা হচ্ছে এই গেম এর এই ভাবে মারিও কে স্টার উৎসবে স্বাগত জানান প্রিন্সেস পিস তারপর
বাকি টা জানতে হলে গেম টা খেলুন আমার খুবই পছন্দের আর একটা গেমস। তাই আমি কোন হিন্টস দিচ্ছি না। খালি একটা কথা অ্যাড করবো এটা একবার খেলা শুরু করলে আপনার কম্পিউটার আসক্তি শুরু হয়ে যাবে। কারন আপনি সারা দিন রাত এই গেমস খেলতেই থাকবেন।

যখনই আপনি কোনও ওয়েবসাইট ব্রাউজ করেন, তখন আপনার আইপি এবং ম্যাক অ্যাড্রেসটি এমন সাইটে রেকর্ড করা হয় যা আপনার কার্যকলাপে সহজেই ট্র্যাক রাখতে পারে। তাই এই সব থেকে সুরক্ষিত পেতে, আপনি ইন্টারনেটে বেনামে ব্রাউজ করতে হবে।

 অতএব, এখানে আমরা আপনার অনুসন্ধান ট্র্যাক রাখতে পারে  না  এমন সার্চ ইঞ্জিন এর কথা বলছি ।




 WolframAlpha


DuckDuckGo


Yippy


GIBIRU


Startpage


Privatelee


Hulbee


Disconnect Search


Lukol


MetaGer

যদি আপনি গোপনীয় অস্থির অনুসন্ধান করতে চান তবে MetaGer 
একটি ভাল পছন্দ হতে পারে কারণ এই সার্চ ইঞ্জিন কোনো পদচিহ্ন ছেড়ে চলে না।
MetaGer প্রক্সি সার্ভার ব্যবহার করে যাতে ব্যবহারকারীরা বেনামে অনুসন্ধান ফলাফলে কোন লিঙ্ক খুলতে পারে।


তাই উপরের সেরা ব্যক্তিগত অনুসন্ধান ইঞ্জিন যে আপনার অনুসন্ধান কখনও সন্ধান করুন এই সার্চ ইঞ্জিনগুলির সাথে, আপনি অন্যান্য সার্চ ইঞ্জিনগুলিতে কীওয়ার্ডগুলি নিরীক্ষণের ব্যাপারে নিখুঁতভাবে নিখুঁতভাবে বেনামে ব্রাউজ করতে পারেন।

কম্পিউটার ভাইরাস সত্যিই প্রত্যেক কম্পিউটার ব্যবহারকারীর জন্য একটি দুঃস্বপ্ন মানে। 
কম্পিউটার ভাইরাস কম্পিউটারের জন্য ক্যান্সারের মত, যা ধীরে ধীরে আমাদের কম্পিউটারকে হত্যা করে। 
এই তালিকায়, আমরা 15 সবচেয়ে ধ্বংসাত্মক কম্পিউটার ভাইরাস উল্লেখ করেছি । 








1 ILOVEYOU
2 Yankee Doodle
3 Nimda
4 Morris Worm
5 Conficker
6 Storm Worm
7 SkyNet
8 Zeus
9 Mydoom
10 SQL Slammer
11 Code Red
12 Melissa
13 Sasser
14 Stuxnet
15 Cryptolocker