আমরা প্রথম পর্বে জেনেছিলাম ডার্ক ওয়েব, ডীপ ওয়েব এবং সার্ফেস ওয়েব সম্পর্কে। টর ব্রাউজার দিয়ে হয়তো অনেকেই ডীপ ওয়েবে ঘাটাঘাটি শুরু ও করে দিয়েছেন। ২য় পর্বে জানিয়েছিলাম বিটকয়েন সম্পর্কে। ডীপ ওয়েবের উপকারী অংশ গুলো নিয়ে কথা হয়েছিলো। আজকে হবে অপর অজানা অংশ নিয়ে। সর্বশেষ পর্বে বলেছিলাম সার্চ ইঞ্জিন গুলো, মানুষের উপর গবেষনা সহ ডার্ক ওয়েবের নিষিদ্ধ দিক গুলো নিয়ে।
আজ কথা হবে অনিয়ন নেটওয়ার্ক নিয়ে বিস্তারিত এবং কেনো ডার্ক ওয়েবের ব্যাবহারকারীদের খুঁজে পাওয়া যায় না তার সম্পর্কে।


চলুন, একত্রে হারিয়ে যাই ইন্টারনেট এর রহস্যময় জগতে।
ডার্ক ওয়েব এ ব্যবহৃত নেটওর্য়াকের মধ্যে সারফেস ওয়েবে বেশ জনপ্রিয় হয়ে পড়েছে এমন এক নেটওর্য়াক হল অনিয়ন নেটওর্য়াক। অনিয়ন মূলত মার্কিন নেভির জন্য তৈরী করা হলেও এই নেটওর্য়াক আজ বিশ্বব্যাপী ছদ্মবেশী নেট ব্যবহারকারীদের প্রথম পছন্দ।
অনিয়নে সাধারণ কোন ব্রাউজার দিয়ে ঢোকা যায় না। এজন্য ব্যবহার করতে হবে টর ব্রাউজার। টর ব্রাউজার কিভাবে চালাতে হয় তা নিয়ে আমাদের ইতিমধ্যেই একটি পোস্ট দেওয়া হয়েছে।
টর ব্রাউজার ব্যবহারকারীর পরিচয় লুকিয়ে ফেলে আর এর ফলে কারো পক্ষে ব্যবহারকারীর অবস্থান শনাক্ত করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। কেউ যখন টর দিয়ে কোন সাইটে ঢুকতে যাবে তখন টর ব্রাউজার তার এই রিকোয়েস্ট কঠিন এনক্রিপশনের মধ্য দিয়ে অনিয়ন প্রক্সিতে পাঠাবে। অনিয়ন প্রক্সিতে পাঠানো সেই ডেটা আর ডেটা থাকে না, সেটি দুর্বোধ্য এক স্ক্রিপ্টে পরিণত হয়।এবার অনিয়ন প্রক্সি এই ডেটা নিয়ে মূল ইন্টারনেটমূখো হয় যেখানে স্বেচ্ছাশ্রম দেয়া সদস্যদের অনিয়ন রাঊটারগুলো অপেক্ষা করছে। অনিয়ন রাউটারে প্রবেশের আগে অনিয়ন নেটর্য়াকের প্রবেশপথে এই ডেটা আবার এনক্রিপশনের ভেতর দিয়ে যায়। নেটওর্য়াক থেকে বের হওয়ার সময় আরো একবার এনক্রিপশনের ভেতর দিয়ে যায়। পথিমধ্যে অনিয়নের বেশ কিছু রাউটারের ভেতর দিয়ে এনক্রিপশন হয় যেখানে এক এক রাউটারে এনক্রিপশন আউটপুট এক এক রকম এবং কোন রাউটারই জানে না যে ডেটা কোন রাউটার থেকে আসছে। সবশেষে ডেটা যখন প্রাপকের হাতে গিয়ে পৌছায় তা তখন ডিএনক্রিপশন প্রসেসের মাধ্যমে আদি অবস্থানে ফিরে আসে।
এই রকম অনেকগুলো লেয়ার বা খোসা থাকার কারণেই এই নেটওর্য়াকের নাম অনিয়ন নেটওর্য়াক।
এখন এই ডেটা চালাচালির সময় কেউ যদি এই ডেটা চুরি করতে সক্ষমও হয় তার পক্ষে এটা বের করা সম্ভব হবে না যে এটার প্রেরক কে বা প্রাপকই বা কে।
কেননা অনিয়ন রাউটারগুলো নিজেরাই এটা জানে না। তবে হ্যাঁ, কেউ যদি দুই প্রান্তেই নজরদারী করতে পারে তাহলে সে বুঝতে পারবে সেন্ডার আর রিসিভার এর লোকেশন কোথায়। এই ধরণের দুর্বোধ্য সিস্টেমের কারণেই এই সমস্ত নেটওর্য়াক সব সময়ই আইন শৃঙ্খলা বাহিনীর ধরাছোঁয়ার বাইরে থেকে যায়। ইতিমধ্যেই সিল্ক রোডের উদ্ভাবক, রস উলব্রিচ্যাট এফবিআই কর্তৃক গ্রেফতার হয়। কিন্তু এফবিআই সিল্ক রোড নষ্ট করে দিলেও ডার্ক ওয়েব এর কিছুই করতে পারেনি।
তবে সিল্ক রোড ২.০ খোলার প্রস্তুতি ইতিমধ্যেই নেওয়া হয়ে গেছে ডার্ক ইউসারদের। খারাপ ভালো সবটাই জানতে হয় সবসময় ।
কোথায় থামতে হবে সেটুকু অনুভব করতে পারাটা মানুষ হওয়ার অন্যতম শিক্ষা । নিজেকে বাচানোর জন্য হলেও বিপদ সম্পর্কে জানতে হয় । অমঙ্গলকে না চিনলে মঙ্গলের সাক্ষাত পেয়েও তাকে হারাতে হয়।
বিজ্ঞান যেভাবে এগুচ্ছে তাতে করে হয়ত এই অন্ধকার জগতের রহস্য একদিন সম্পূর্ণ উন্মোচিত হয়ে যাবে। এখন শুধু সময় পেরোনোর অপেক্ষা। তথ্য সুত্রঃ ওয়ার্ল্ডক্রাঞ্চ
ডার্ক ওয়েবের কিছু অনিয়ন লিংক...
কিছু ডীপ ওয়েব লিংক...
http://kpvz7ki2v5agwt35.onion/wiki/index.php/Main_Page – Hidden Wiki.
http://xqz3u5drneuzhaeo.onion/users/haruspex/sms/ – SMSbomber.
http://s6cco2jylmxqcdeh.onion/ – Cebolla-chan.
http://p2uekn2yfvlvpzbu.onion/ – Armas, entrenamiento militar etc.
http://xqz3u5drneuzhaeo.onion/users/zvc/imgboard/ – Tor4chan.(Peligroso)
http://clsvtzwzdgzkjda7.onion/ – Foro de Hacking, Phreaking, Cracking, etc.
http://4jbxjjrbakmdcmvb.onion/ – Paginas Variadas.
http://dppmfxaacucguzpc.onion/index….9e18f83ab9233d – Paginas variadas.
http://xqz3u5drneuzhaeo.onion/users/heidenwut2/ – Politica, Ocultismo, Spy vs Spy, Revolucion!!
http://c2hluuzwi7tuceu6.onion/ – Chat anonimo de texto plano.
http://4v6veu7nsxklglnu.onion/SimplePM.php – Mensajes privados sin registro.
http://tag3ulp55xczs3pn.onion/cgi-bin/ssi/index.shtml – Eliminar DRM de Itunes
http://3terbsb5mmmdyhse.onion/ – Crackear Hash
http://g7pz322wcy6jnn4r.onion/openso…ont/index.html – Seguridad informatica entre otras cosas.
http://am4wuhz3zifexz5u.onion/ – Libros.
http://xqz3u5drneuzhaeo.onion/users/iskanderarchiv/ – Libros.
http://carson27rcopqmms.onion/ – TV
http://honeynetvg7i4lc6.onion/hack español
http://kpynyvym6xqi7wz2.onion/ – Actividades Ilicitas.
http://4eiruntyxxbgfv7o.onion/
Assasination Market
http://am4wuhz3zifexz5u.onion/
Deep web related ebooks
http://627kx22vati6uqkw.onion/
Get something stolen for ya, pay a fraction of the price.
http://kpynyvym6xqi7wz2.onion/files.html
http://4eiruntyxxbgfv7o.onion/snap…/736364f4/showthread.php… d0291860
http://kpvz7ki2v5agwt35.onion/wiki/index.php/Main_Page (hidden wiki)
http://627kx22vati6uqkw.onion/
http://4eiruntyxxbgfv7o.onion/pm/
http:// kpvz7ki2v5agwt35.onion
http://7cov2loswjrmaqot secret corner
http://6x77gb7ngu6nymwl.onion
http://opva2pilsncvtwmh.onion
http://7cov2loswjrmaqot.onion
http://eqt5g4fuenphqinx.onion/
http://b4yrk2nkydqfpzqm.onion/girls/topic/1045+full/
http://m3hjrfh4hlqc67gb.onion/inliner.php
http://kpvz7ki2v5agwt35.onion/wiki/index.php/Main_Page
http://opva2pilsncvtwmh.onion/
http://b4yrk2nkydqfpzqm.onion/
http://lph5po3mivnjjzjo.onion/kusaba.php
http://jkpos24pl2r3urlw.onion:6969/
http://6sxoyfb3h2nvok2d.onion/
http://dppmfxaacucguzpc.onion/
http://kpynyvym6xqi7wz2.onion/files.html <-Parazite
http://kpynyvym6xqi7wz2.onion/links.html <-Parazite
http://dppmfxaacucguzpc.onion/ <-It has several links to various pages that direct secret
http://clsvtzwzdgzkjda7.onion/ <-HackBB – Fórum hacker
http://mlz3apezci5ya6k6.onion/ <- Moralize us
http://hmybz2aqe7whj7qr onion/wiki/Main_Page <- Hidden Wiki.
http://sx3jvhfgzhw44p3x.onion/ <-Wikileaks original

আমরা প্রথম পর্বে জেনেছিলাম ডার্ক ওয়েব, ডীপ ওয়েব এবং সার্ফেস ওয়েব সম্পর্কে। টর ব্রাউজার দিয়ে হয়তো অনেকেই ডীপ ওয়েবে ঘাটাঘাটি শুরু ও করে দিয়েছেন। ২য় পর্বে জানিয়েছিলাম বিটকয়েন সম্পর্কে। ডীপ ওয়েবের উপকারী অংশ গুলো নিয়ে কথা হয়েছিলো। আজকে হবে অপর অজানা অংশ নিয়ে।
চলুন, একত্রে হারিয়ে যাই ইন্টারনেট এর রহস্যময় জগতে।
ডীপ ওয়েবের সার্চ ইঞ্জিনঃ
১) টর্চ (Torch) : ডিপ ওয়েব সার্চ ইঞ্জিন গুলোর মধ্যে মোটামোটি প্রথম দিকে তৈরী সার্চ ইঞ্জিনটি এখনো আগের মতই জনপ্রিয়। মিলিয়নের ও অধিক হিডেন রেজাল্ট বের করতে পারে এটি।
২)ডাক ডাক গো (Duck Duck Go): ২০০৮ সালে প্রকাশ হওয়া এই সার্চ ইঞ্জিন এখনো জনপ্রিয় সার্চ ইঞ্জিনের তালিকায় রয়েছে। ছোটদের খেলা duck, duck, goose থেকে এর এমন নামকরন।
৩)অনিয়ন ক্যাব(onion cab) : এনোনিমাসলি সার্চ রেজাল্ট এর জন্য এটি সবচেয়ে বেশি পরিচিত। এর রেজাল্ট প্রদর্শনের ক্ষমতা অন্যদের থেকে একটু বেশি।
৪)নট ইভিল (Not Evil ) : এর সার্চ সিস্টেম অন্যদের থেকে একটু আলাদা। ইউজার নিজেই ঠিক করতে পারবে সে কিসের ভিত্তিতে রেজাল্ট বের করতে চায়।
ডীপ ওয়েবের কিছু মার্কেটপ্লেসঃ
ডীপ ওয়েবের মুদ্রা হচ্ছে বিট কয়েন। যা নিয়ে ২য় পর্বে আলোচনা হয়েছে।
এবার আলোচনা করবো কিছু মার্কেটপ্লেস সম্পর্কে।
মানুষের ওপর গবেষণা : ভাবতেও শিউরে উঠতে হয় যে, ডিপ ওয়েবে এমন সাইটও রয়েছে যেখানে মানুষের ওপর গবেষণার কথা বলা হয়ে থাকে। সাধারণত ছিন্নমূল মানুষের ওপর এই ধরনের মেডিকেল এক্সপেরিমেন্ট চালানো হয়ে থাকে। এই সব মানুষের খোঁজ করার কেউ নেই। তাই গবেষণায় এদের মৃত্যু হলেও কারো কিছুই আসে যায় না। এটি এক পারফেক্ট ক্রাইম ঠিক যেন এক পৈশাচিক গল্প; তবু বাস্তব। রাস্তা থেকে তুলে আনা এ সব মানুষ হয় স্যাডিজমের শিকার।
গবেষকরা যেভাবে নিজেদের পরিচয় তুলে ধরে : ‘আমরা সবাই মেডিকেল পার্সোনেল। আমাদের টিমে রয়েছে ৩ জন নার্স, ৬ জন মেডিকেল শিক্ষার্থী, ২ জন ইন্টার্ন ও ২ জন বিশেষজ্ঞ চিকিৎসক। আমরা আমাদের অবসর সময়ে গবেষণা চালাই। আমাদের টেস্ট সাবজেক্ট নির্ধারিত সেলে বন্দি অবস্থায় থাকে, প্রয়োজন অনুসারে খাবার ও পানি সরবরাহ করা হয়। পুষ্টিগুণ বিচারের প্রশ্ন ওঠে না কারণ কেউই তারা বাঁচবে না।’ এই বিতর্কিত সাইটের অস্তিত্ব নিয়ে অনেক প্রশ্ন থাকলেও বিবেকবোধ ও মনুষ্যত্ববিহীন এদের সম্পর্কে সাধারণ মানুষ কিছু বলতে বা ভাবতেও ভয় পায়।
অস্ত্র বিক্রির বড় প্ল্যাটফর্ম : ডিপওয়েবের একটি সাইটের নাম ইউরো আর্মস। যেখানে যে কোনো অস্ত্রই খুঁজে পাওয়া সম্ভব।
ক্রেডিট কার্ড ইনফরমেশন : অনলাইনে কেনাকাটায় সবচেয়ে আগে প্রয়োজন পড়ে একটি ভ্যালিড ক্রেডিট কার্ড ও সোশ্যাল সিকিউরিটি নাম্বারের। ভাবুন আপনি ছুটি কাটাতে গিয়েছেন, আপনার ক্রেডিট কার্ড ব্যবহার করতে গিয়ে জানলেন আপনার কার্ডে যথেষ্ট পরিমাণে ব্যালেন্স নেই। কারণ অন্য কেউ আপনার কার্ড ব্যবহার করে টাকা তুলে নিয়েছে। কার্ড ক্লোনের এই ঘটনা যেন নিত্যনৈমিত্তিক ব্যাপার। এই ধরনের ডিপওয়েব সাইট যারা কার্ড ফ্রডের সঙ্গে যুক্ত, ডিপ ওয়েবে যাদের বিশেষ সুনাম রয়েছে। এমন একটি .onion ডিপওয়েবসাইটের নাম আটলান্টিক কার্ডিং। তাদের প্রিমিয়াম সার্ভিসে রয়েছে ইনফিনিট কার্ড ইনফরমেশন। যত বেশি মূল্য তত বেশি বিট কয়েন। জেনারেল সার্ভিস পাওয়া যায় ৮০ ইউএস ডলারে। আর কি লাগে?
বেটিং বা ম্যাচ ফিক্সিং স্পট : বাজি ধরতে চাইছেন বড় অংকের? ভাবছেন ম্যাচ ফিক্স করবেন? তার জন্যও রয়েছে ডিপওয়েব সাইট। ঘোড়া দৌড় থেকে শুরু করে যাবতীয় ম্যাচ ফিক্সিংয়ের জন্য গড়ে উঠেছে আলাদা আলাদা ওয়েবসাইট। কেমন করে কাজ করছে তারা তা যারা জড়িত তারাই বলতে পারবেন। তবে লেনদেনের মাধ্যম সেই বিট কয়েন।
লুকোনো উইকি : এতক্ষণ ডিপওয়েব .onion সাইটস সম্পর্কে যা বলা হয়েছে তা বিশাল আইসবার্গের ক্ষুদ্র অংশ মাত্র। গুপ্তধন তো লুকিয়ে রয়েছে হিডেন উইকিতে। ডিপওয়েব সম্পর্কে জানা-অজানা সব রয়েছে এই ডিপওয়েব পোর্টালে। উইকিপিডিয়া যদি হয় তথ্যভাণ্ডার তবে হিডেন উইকি ডিপওয়েবের তথ্যের মহাসমুদ্র। ।
সিল্ক রোডঃ সিল্ক রোড একটি অনলাইন কালো বাজার যা কেবলমাত্র টর ব্রাউজিং ক্লায়েন্টের মাধ্যমে অ্যাক্সেস করা যায়। এই সাইটে শুধুমাত্র অবৈধ জিনিস পত্র গুলো পাওয়া যায়। সাধারণত এসব সাইট গুলোতে এফবিআই নজরদারি রাখে।
বলে রাখা ভালো যে সিল্ক রোডের মালিক বর্তমানে জেলে রয়েছে।
জেনে নিলাম ডীপ ওয়েব এর মার্কেট প্লেস গুলো নিয়ে। মনের মধ্যে উকি ঝুকি দিচ্ছে অনেক প্রশ্ন। তাই নয় কি?
আসুন, জেনে নেই ডীপ ওয়েব নিয়ে কিছু সহজ প্রশ্নোত্তর।
ডীপ ওয়েব কিভাবে তৈরি হয়?
ডিপ নেটওয়ার্ক গুলো আসলে বেশিরভাগই ব্যাক্তিগত উদ্যোগে তৈরী। এগুলো বেশিরভাগই হোম সার্ভারে তৈরী। ফলে ডাটাস্পেস তুলনামূলক ভাবে কম। একমাত্র টর ছাড়া কেউ ডীপ ওয়েব ডাটাসেন্টার দেয় না। দিলেও সেটার মূ্ল্য এতো বেশি যে সবাই নেয় না। ইনডেক্স না হওয়া ডাটা আর সংরক্ষিত ডাটার মধ্যে পার্থক্য আছে !
ডার্ক ওয়েব কি ডোমেইন ব্যাবহার করে থাকে?
ডার্ক ওয়েবের আরেকটি বিশেষত্ব হল এরা ওর্য়াল্ড ওয়াইড ওয়েবের সাইটগুলোর মত টপ লেভেল ডোমেইন (যেমন .com) ব্যবহার না করে “Pseudo Top Level Domain” ব্যবহার করে যা কিনা মূল ওর্য়াল্ড ওয়াইড ওয়েবে না থেকে দ্বিতীয় আরেকটি নেটওর্য়াকের অধীনে থাকে।
টপ লেভেল ডোমেইনেও অনেক ডীপ ওয়েব সাইট আছে। কিন্তু সেগুলোতে ঢোকার জন্য তাদের রাউটার এর সাথে কানেক্টেড হতে হবে নয়তো নিজের আইপি সেই সার্ভারে হোয়াইট লিষ্ট করতে হবে।
ডার্ক ওয়েবের জন্ম কেনো হয়েছিলো?
ডার্ক ওয়েব এর জন্ম হয়েছিলো সিকিউরিটি এজেন্সীর নজরদারী থেকে বাঁচার জন্য। প্রাথমিক সময়ে সিকিউরিটি এজেন্সী গুলো বেশি বেড়ে গিয়েছিলো। তাদের নজরদারীর পরিমান এতো বেশী হয়েছিলো যে তারা বেশ কিছু গুরুত্বপূর্ন ব্যাক্তির ব্যাক্তিগত তথ্য ব্যবহার করে অনেক তথ্য হাতিয়ে নিয়েছিল। যদিও সেসব নিয়ে পরে অনেক আলোচনা সমালোচনা হয়েছে। তাদের হাত থেকে বাঁচার জন্যই মূলত ডীপ ওয়েবের আইডিয়া জন্ম নেয়।
ডীপ ওয়েবের জন্য কি আলাদা সফটওয়্যার বাধ্যতামূলক?
ডীপ ওয়েব মানেই যে সেটার জন্য আলাদা সফটওয়্যার লাগবে এমন নয়। সেটা সর্বসাধারন এর দৃষ্টির আড়ালে, সেটাই ডীপ ওয়েব।

মোবাইল থেকে কিভাবে ডীপ ওয়েব ঘুরে আসবেন?
যদি হাতের এন্ড্রোয়েড ফোনটি হয় রুট করা তবে প্লে স্টোর থেকে "Orbot" ডাউনলোড করে নিলেই চলে যেতে পারবেন ডীপ ওয়েবে।
কিছু ডীপ ওয়েব লিংক...
http://kpvz7ki2v5agwt35.onion/wiki/index.php/Main_Page – Hidden Wiki.
http://xqz3u5drneuzhaeo.onion/users/haruspex/sms/ – SMSbomber.
http://s6cco2jylmxqcdeh.onion/ – Cebolla-chan.
http://p2uekn2yfvlvpzbu.onion/ – Armas, entrenamiento militar etc.
http://xqz3u5drneuzhaeo.onion/users/zvc/imgboard/ – Tor4chan.(Peligroso)
http://clsvtzwzdgzkjda7.onion/ – Foro de Hacking, Phreaking, Cracking, etc.
http://4jbxjjrbakmdcmvb.onion/ – Paginas Variadas.
http://dppmfxaacucguzpc.onion/index….9e18f83ab9233d – Paginas variadas.
http://xqz3u5drneuzhaeo.onion/users/heidenwut2/ – Politica, Ocultismo, Spy vs Spy, Revolucion!!
http://c2hluuzwi7tuceu6.onion/ – Chat anonimo de texto plano.
http://4v6veu7nsxklglnu.onion/SimplePM.php – Mensajes privados sin registro.
http://tag3ulp55xczs3pn.onion/cgi-bin/ssi/index.shtml – Eliminar DRM de Itunes
http://3terbsb5mmmdyhse.onion/ – Crackear Hash
http://g7pz322wcy6jnn4r.onion/openso…ont/index.html – Seguridad informatica entre otras cosas.
http://am4wuhz3zifexz5u.onion/ – Libros.
http://xqz3u5drneuzhaeo.onion/users/iskanderarchiv/ – Libros.
http://carson27rcopqmms.onion/ – TV
http://honeynetvg7i4lc6.onion/hack español
http://kpynyvym6xqi7wz2.onion/ – Actividades Ilicitas.
http://4eiruntyxxbgfv7o.onion/
Assasination Market
http://am4wuhz3zifexz5u.onion/
Deep web related ebooks
http://627kx22vati6uqkw.onion/
Get something stolen for ya, pay a fraction of the price.
http://kpynyvym6xqi7wz2.onion/files.html
http://4eiruntyxxbgfv7o.onion/snap…/736364f4/showthread.php… d0291860
http://kpvz7ki2v5agwt35.onion/wiki/index.php/Main_Page (hidden wiki)
http://627kx22vati6uqkw.onion/
http://4eiruntyxxbgfv7o.onion/pm/
http:// kpvz7ki2v5agwt35.onion
http://7cov2loswjrmaqot secret corner
http://6x77gb7ngu6nymwl.onion
http://opva2pilsncvtwmh.onion
http://7cov2loswjrmaqot.onion
http://eqt5g4fuenphqinx.onion/
http://b4yrk2nkydqfpzqm.onion/girls/topic/1045+full/
http://m3hjrfh4hlqc67gb.onion/inliner.php…
http://kpvz7ki2v5agwt35.onion/wiki/index.php/Main_Page
http://opva2pilsncvtwmh.onion/
http://b4yrk2nkydqfpzqm.onion/
http://lph5po3mivnjjzjo.onion/kusaba.php
http://jkpos24pl2r3urlw.onion:6969/
http://6sxoyfb3h2nvok2d.onion/
http://dppmfxaacucguzpc.onion/
http://kpynyvym6xqi7wz2.onion/files.html <-Parazite
http://kpynyvym6xqi7wz2.onion/links.html <-Parazite
http://dppmfxaacucguzpc.onion/ <-It has several links to various pages that direct secret
http://clsvtzwzdgzkjda7.onion/ <-HackBB – Fórum hacker
http://mlz3apezci5ya6k6.onion/ <- Moralize us
http://hmybz2aqe7whj7qr onion/wiki/Main_Page <- Hidden Wiki.
http://sx3jvhfgzhw44p3x.onion/ <-Wikileaks original
ডার্ক এবং ডীপ ওয়েব পিপাসুদের জন্য আমাদের ধরাবাহিক সাত পর্বের আজকে দ্বিতীয় পর্ব।
আমরা প্রথম পর্বে জেনেছিলাম ডার্ক ওয়েব, ডীপ ওয়েব এবং সার্ফেস ওয়েব সম্পর্কে। টর ব্রাউজার দিয়ে হয়তো অনেকেই ডীপ ওয়েবে ঘাটাঘাটি শুরু ও করে দিয়েছেন। এই পর্বে আমরা জানবো ডার্ক / ডীপ ওয়েবের ক্রয় বিক্রয়ের পেমেন্ট সিস্টেম সম্পর্কে ।
বিট কয়েনঃ এই রহস্যময় জগতের প্রধান পেমেন্ট সিস্টেম হচ্ছে বিটকয়েন। বিটকয়েন হল ওপেন সোর্স ক্রিপ্টোগ্রাফিক প্রোটকলের মাধ্যমে লেনদেন হওয়া সাংকেতিক মুদ্রা। বিটকয়েন লেনদেনের জন্য কোন ধরনের অর্থনৈতিক প্রতিষ্ঠান, নিয়ন্ত্রনকারী প্রতিষ্ঠান বা নিকাশ ঘরের প্রয়োজন হয় না। ২০০৮ সালে সাতোশি নাকামোতো এই মুদ্রাব্যবস্থার প্রচলন করেন।
যেহেতু বিটকয়েনের লেনদেন সম্পন্ন করতে কোন আর্থিক প্রতিষ্ঠানের প্রয়োজন পরে না এবং এর লেনদেনের গতিবিধি কোনভাবেই অনুসরণ করা যায় না। তাই বিশ্বের বিভিন্ন যায়গায় বিটকয়েন ক্রমান্বয়ে জনপ্রিয় হয়ে উঠছে।
দুর্নীতিবাজ ধনীরা যেমন কর ফাঁকি দিয়ে অবৈধ টাকা জমা করার জন্য সুইস ব্যাংকে জমা করে থাকে তেমনি এই রহস্যময় জগতের সবাই নিজেদের গতিবিধি সবার নজরের উর্ধ্বে রাখার জন্য বিটকয়েন ব্যাবহার করে থাকে।
.
.
বিট কয়েন এর কার্য প্রণালীঃ বিটকয়েনের লেনদেন হয় পিয়ার টু পিয়ার বা গ্রাহক থেকে গ্রাহকের কম্পিউটারে। এটি কোন কেন্দ্রীয় নিকাশঘরের মধ্য দিয়ে যায় না কিংবা এটি নিয়ন্ত্রণের জন্য কোন নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান নেই। বিটকয়েনের সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হয় অনলাইনে একটি উন্মুক্ত সোর্স সফটওয়্যারের মাধ্যমে। বিটকয়েন মাইনারের মাধ্যমে যেকেউ বিটকয়েন উৎপন্ন করতে পারে। বিটকয়েন উৎপন্ন হওয়ার প্রক্রিয়াটা সবসময় অনুমানযোগ্য এবং সীমিত। বিটকয়েন উৎপন্ন হওয়ার সাথে সাথে এটি গ্রাহকের ডিজিটাল ওয়ালেটে সংরক্ষিত থাকে। এই সংরক্ষিত বিটকয়েন যদি গ্রাহক কর্তৃক অন্য কারও একাউন্টে পাঠানো হয় তাহলে এই লেনদেনের জন্য একটি স্বতন্ত্র ইলেক্ট্রনিক সিগনেচার তৈরী হয়ে যায় যা অন্যান্য মাইনার কর্তৃক নিরীক্ষিত হয় এবং নেটওয়ার্কের মধ্যে গোপন অথচ সুরক্ষিতভাবে সংরক্ষিত হয়। একই সাথে গ্রাহকদের বর্তমান লেজার কেন্দ্রীয় তথ্যভাণ্ডারে হালনাগাদ হয়।
বিটকয়েন দিয়ে কোন পণ্য কেনা হলে তা বিক্রেতার একাউন্টে পাঠানো হয় এবং বিক্রেতা পরবর্তীতে সেই বিটকয়েন দিয়ে পুনরায় পণ্য কিনতে পারে, অপরদিকে সমান পরিমাণ বিটকয়েন ক্রেতার লেজার থেকে কমিয়ে দেওয়া হয়।
.
প্রচলিত মুদ্রা এবং বিটকয়েনের মধ্যে পার্থক্য:
পৃথিবীব্যাপী ব্যবহৃত প্রচলিত মুদ্রাগুলো মূলত কাগজের তৈরি। যেকোন প্রকারের সেবা আদান-প্রদানের হিসাব নিকাশের মূলে থাকে কাগজের তৈরি মুদ্রা। যে উপায়েই সেবা আদান-প্রদানের করা হোকনা কেন, মুখোমুখি সেবা দেওয়া-নেওয়া, অনলাইনে সেবা দেওয়া-নেওয়া, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে সেবা আদান-প্রদান ইত্যাদি।
ক্রিপ্টোগ্রাফি ব্যবহার করে তৈরি করা বিটকয়েন একধরনের ক্রিপ্টোকারেন্সি। প্রচলিত মুদ্রা এবং ক্রিপ্টোকারেন্সির মধ্যকার প্রধান পার্থক্য হলো- ফিজিক্যাল অস্তিত্বের কারণে প্রচলিত মুদ্রা হাতে হাতে ব্যবহার করা যায়, হাতে নেওয়া যায়। অন্যদিকে ক্রিপ্টোকারেন্সি শুধু ব্যবহার করা যায়। ভার্চুয়াল অথবা ডিজিটাল হওয়ার কারণে এটি শুধু ব্যবহার করা যায়,কখনো হাতে নেওয়া সম্ভব নয়।
.
বিটকয়েনের প্রতিদ্বন্দ্বী:
বর্তমানে ৪৫৪ রকমের ক্রিপ্টোকারেন্সি বিশ্বব্যাপী কমবেশি ব্যবহৃত হচ্ছে। তবে এর মধ্যে Litecoin এবং Ripple অন্যতম। অন্য ক্রিপ্টোকারেন্সি গুলো বিটকয়েনের মত এতটা ব্যবহৃত হয়না। আপাতদৃষ্টিতে Litecoin- কে বিটকয়েনের প্রতিদ্বন্দ্বী ভাবা হলেও, এটির সম্ভাবনা খুব ক্ষীণ।
.
বিট কয়েন এর বর্তমান মূল্যঃ এক বিটকয়েনের বর্তমান মূল্য ২ লাখ ১১ হাজার টাকা প্রায় যা আমেরিকান ডলার হিসেবে ২৫৮০ ডলার। 
.
বিটকয়েন নিয়ে মজার কিছু কথাঃ শুরুর দিকে কেউ ভাবতে পারে নি বিটকয়েন এতোদুর এগিয়ে যাবে এবং শুরুর দিকে অনেক কম মূল্যের ছিলো।
আমেরিকান একজন যুবক বাজীতে হেরে বন্ধূকে পিজ্জা খাওয়ানোর বদলে তার একাউন্টে থাকা ১০ বিটকয়েন দিয়ে দিয়েছিলো।  উল্লেখ্য, বিটকয়েন দিয়ে প্রথম পিজ্জা ই ক্রয় করা হয়েছিলো। ১২ বিটকয়েনের বিনিময়ে একটি পিজ্জা অর্ডার করা হয়েছিলো মাত্র। 
পরিশেষে কিছু কথাঃ আন্ডারগ্রাউন্ড টর নেটওয়ার্ক এবং বিটকয়েন মার্কেটপ্লেসটি উঠতি প্রযুক্তিগুলির মাত্র দুটি উদাহরণ। রহস্যময় এই জগতে লুকিয়ে আছে অনেক কিছু যা আমাদের অজানা। যার কার্যক্রম আমাদের চোখের সামনেই হচ্ছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না।
ডার্ক ওয়েব এবং ডীপ ওয়েব পিপাসুদের জন্য আমাদের ধারাবাহিক সিরিজের প্রথম পর্ব।
সম্পূর্ণ ইন্টারনেটকে মোট তিন ভাগে ভাগ করা হয়েছে।
# সার্ফেস ওয়েব (Surface Web),
# ডীপ ওয়েব (Deep Web),
# ডার্ক ওয়েব (Dark Web)

সার্ফেস ওয়েব (Surface Web): আমাদের নজরে আসা ইন্টারনেটের জগতকেই মূলত সার্ফেস ওয়েব হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে। এই যে, আপনারা গুগলে কিংবা বিভিন্ন সাধারন সার্চ ইঞ্জিন ব্যাবহার করে তথ্য পাচ্ছেন তা সকল গুলোই সার্ফেস ওয়েব এর অন্তর্ভুক্ত।
এমনি ভাবে আপনার প্রতিদিনের নিউজ আপডেট সাইট গুলো, প্রযুক্তি সাইট গুলো, গান ডাউনলোড সাইট গুলো ইত্যাদি সবাই সার্ফেস ওয়েবের অংশ। কিন্তু আপনি কি জানেন যে, এই সার্ফেস ওয়েব সম্পূর্ণ ইন্টারনেটের মাত্র ৫% জুড়ে রয়েছে!
আশ্চর্যের কিছুই নেই। মাত্র তো শুরু...
এবার আসবো ডীপ ওয়েব নিয়ে। ডীপ ওয়েব (Deep Web):
বলা হয়ে থাকে সম্পূর্ণ ইন্টারনেটের প্রায় ৯৫% অংশ হলো এই ডীপ ওয়েব।
কি আছে এর মধ্যে?
আপনার তথ্য কিংবা ছবি গুগল ড্রাইভে রাখলেন। তেমনি বড় বড় ইউনিভার্সিটিতে যতো গুলো গবেষণা তথ্য বা গোপন তথ্য স্টোর করা রয়েছে বা ব্যাংক এর যতো গুলো তথ্য বা ডাটাবেজ রয়েছে অথবা বিভিন্ন যে গোপন প্রজেক্ট গুলো সংরক্ষিত রয়েছে তো এই সবই হলো ডীপ ওয়েবের অংশ।
ডীপ ওয়েবের বেশির ভাগ অংশই প্রটেক্টেড। আপনি সাধারণ ব্রাউজার দিয়ে সকল তথ্য পাবেন না। গুগলে সার্চ করে TOR browser ডাউনলোড করে নিতে পারেন।
ডীপ ওয়েবের কিছু সার্চ ইঞ্জিন লিংক সংযুক্ত করা হলো। একবার নিজেরাই দেখে নিতে পারেন।
https://hss3uro2hsxfogfq.onion.to/
http://onion.link/
https://tor2web.org/
ডীপ ওয়েব কি আসলেই খারাপ কিছুঃ
অধিকাংশ মানুষই মনে করে ডিপ ওয়েব সম্পূর্নই খারাপ জিনিস, এটি ব্যাবহার হয়ও খারাপ কাজে। ব্যাপারটি আসলে এমন নয়। যেগুলোর ক্রিয়েটর বা প্রতিষ্ঠাতা রা চান না সাইট গুলো কেউ সার্চ করে খুঁজে পাক ।
প্রথমেই বলা হয়েছে ডিপ ওয়েব হল এমন অংশ যা প্রতিষ্ঠাতারা সকলের সামনে প্রকাশ করতে চায় না।
বড় বড় কোম্পানীর প্রজেক্ট , বিভিন্ন গবেষনা নথি পত্র, সরকারী প্রতিষ্ঠানের নথি, ব্যাংকের ডাটাবেজ , কোন দেশের আভ্যন্তরীন গোপন প্রজেক্ট যা আমি- আপনি চাইলেই বের করতে পারব না এ সবই ডিপ ওয়েব এর অংশ।
শুধু মাত্র বিশেষ সার্ভারের বিশেষ এড্রেস লিংক দ্বারাই এইগুলো ব্রাউজ করা সম্ভব। কিছু কিছু ক্ষেত্রে আইডি পাসওয়ার্ড ও প্রয়োজন।
এইবার এর প্রয়োজনীয়তার ছোট্ট উদাহরন দেই। আপনি ঈদে পরিবারের সাথে বেড়ানোর ছবি ফেসবুকে দিয়েছেন যে কেও চাইলেই ছবিগুলো দেখতে পারবে। কিন্তু আপনি আপনার ফ্যামিলি ফটো গুলো সবার সাথে শেয়ার করতে চান না। তাই আপনি গুগোল ড্রাইভ বা এইরকম মাধ্যমে ফটো আপলোড দিয়ে এর লিংক ফ্যামিলির মানুষকেই দিলেন। ফলে তারা ছাড়া বাইরের কেও এটি দেখতে পারবে না।
এমন ভাবেই কোন কম্পানী বা দেশের অভ্যন্তরীন গোপনীয় বিষয়গুলো সর্বসাধারন থেকে দূরে রাখতেই ডিপ ওয়েবের ব্যাবহার হয় ...
ডার্ক ওয়েবঃ ইন্টারনেটের আরো একটি অধ্যায় আছে যা সবার কাছে লুকায়িত হয়ে থাকে, তার নাম হলো ডার্ক ওয়েব বা ইন্টারনেটের কলঙ্কিত অংশ।
ডার্ক ওয়েব সম্পূর্ণ অবৈধ ইন্টারনেট। ডার্ক ওয়েবে ড্রাগস ডিলিং, আর্মস ডিলিং, চাইল্ড পর্ণোগ্রাফি সহ এমন এমন অসংখ্য অবৈধ কাজ গুলোই করা হয়ে থাকে।
সতর্কতাঃ
# প্রাথমিক পর্যায়ে কোন কিছুই যেমন Pdf , ভিডিও, অডিও ফাইল ডাউনলোড দিবেন না।
# হার্ড ক্যান্ডি, পর্ন এ ধরনের কোন বিজ্ঞাপনে ক্লিক করবেন না। এগুলোর সাথে ভাইরাস সংযুক্ত থাকতে পারে এবং এগুলো অবৈধ।
# কোথাও আপনার মেইল বা কোন তথ্য চাইলে দেবেন না।
# খুব দরকার হলে একটা ফেক মেইল খুলে রাখুন। তাহলে তথ্য হারাবার ভয় থাকবে না।
# অবৈধ ব্যাপার গুলোর থেকে বিরত থাকুন। এগুলোর উপর সর্বদাই নজর রাখা হয়।
 চীনা প্রতিষ্ঠান শাওমি তাদের রেডমি নোট সিরিজের নতুন ফোন রেডমি নোট ৫এ উন্মুক্ত করেছে। ফোনটি স্ট্যান্ডার্ড এডিশন এবং হাই এডিশন দুটি মডেলে প্রকাশ করা হয়েছে। ফোনটির শুরুর দাম নির্ধারণ করা হয়েছে ৬৯৯ চায়না ইয়েন যা বাংলাদেশি টাকায় প্রায় ৮ হাজার ৪৫৬ টাকা।

পাতলা মেটাল ইউনিবডি ডিজাইনের এই ফোনের পেছনে রয়েছে অ্যান্টেনা ব্যান্ডস। রেডমি নোট ৫এ এর বেজ সংস্করণটিতে আছে ৫.৫ ইঞ্চি ডিসপ্লে। ডুয়েল সিম স্লটের এই ফোনে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৪২৫ এসওসি সাথে ২ জিবি র‍্যাম এবং অ্যাড্রেনো ৩০৮ জিপিইউ। ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
প্রথম মডেলটিতে রয়েছে ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। আর রেডমি নোট ৫এ এর হাই এডিশনের সাথে বেজ এডিশনের মূল পার্থক্য এর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ক্যামেরায়। কেননা এই ফোনের ফ্রন্ট ক্যামেরাটি ১৬ মেগাপিক্সেল যা দিয়ে ভিডিও কলের সময় রিয়েল টাইম বিউটি ফিল্টার ব্যবহার করা যাবে।
প্রসঙ্গত এই ফোনের দুটি প্রিমিয়াম সংস্করণ ৩ জিবি র‍্যাম আর ৩২ জিবি স্টোরেজের দাম ৮৯৯ ইয়েন এবং ৪ জিবি র‍্যাম আর ৬৪ জিবি স্টোরেজের দাম ১ হাজার ১৯৯ ইয়েন।
সূত্রঃ ভোরের কাগজ।

অবশেষে মটো জি৫এস, জি৫এস প্লাস স্মার্টফোন জনসমক্ষে উন্মোচন করল মটোরোলা। মটো জি৫ এবং জি৫ প্লাসের পরবর্তী সংস্করণ হিসেবে নতুন এ দুটি স্মার্টফোন বাজারে নিয়ে আসছে মটোরোলা। মটো জি৫এস, প্লাস স্মার্টফোনের দাম রাখা হয়েছে যথাক্রমে ২৮১ এবং ৩৩৮ মার্কিন ডলার।
মেটাল ইউনিবডি ডিজাইনের দুটি স্মার্টফোনেরই অ্যান্ড্রয়েড ৭.১ ন্যুগাট অপারেটিং সিস্টেম চলবে। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারসহ ফোনটির সামনের দিকে হোম বাটন বিদ্যমান। ফোন দুটি লুনার গ্রে এবং গোল্ড সংস্করণে বাজারে আসবে।
মটো জি৫এস স্মার্টফোনে ১০৮০x১৯২০ পিক্সেল রেজ্যুলেশনসহ ৫.২ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে বিদ্যমান। এতে অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৩০ প্রসেসর আছে। ফোনটিতে ৩জিবি র‌্যাম এবং ৩২জিবি ইনবিল্ট স্টোরেজ আছে যা আলাদা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ১২৮জিবি পর্যন্ত স্টোরেজ বাড়ানো যাবে। এলইডি ফ্ল্যাশ, পিডিএফসহ স্মার্টফোনটির পিছনে ও সামনের ক্যামেরা যথাক্রমে ১৬ ও ৫ মেগাপিক্সেল। ফোরজি এলটিই সমির্থত স্মার্টফোনটিতে ৩০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি বিদ্যমান। এটি টার্বো পাওয়ার ফাস্ট চার্জিং প্রযুক্তি সমর্থণ করে। এর ফলে মাত্র ১৫ মিনিটের মধ্যেই মোবাইল হয়ে উঠবে ফুল চার্জ।
মটো জি৫এস প্লাস স্মার্টফোনে ৫.৫ ইঞ্চি ১০৮০*১৯২০ পিক্সেল রেজ্যুলেশনের ৫.৫ ইঞ্চি ডিসপ্লে বিদ্যমান। ফোনটিতে অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬২৫ প্রসেসর আছে। ফোনটি ৩জিবি র‌্যাম/৩২জিবি স্টোরেজ এবং ৪জিবি র‌্যাম/৬৪জিবি স্টোরেজে দুটি ভ্যারিয়েন্টে ফোনটি বাজারে আসবে। তা ছাড়া আলাদা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ১২৮জিবি পর্যন্ত স্টোরেজ ব্যবহার করা যাবে। এই স্মার্টফোনে ১৩ মেগাপিক্সেল সেন্সরের ডুয়াল রিয়ার ক্যামেরা আছে। এলইডি ফ্ল্যাশসহ ফোনটিতে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা আছে। এতে আছে ৩০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি।
মটো জি৫এস স্মার্টফোনটি ডুয়াল সিমে নির্ধারিত বাজারে পাওয়া যাবে। অন্যদিকে জি৫এস প্লাস স্মার্টফোনটি একটি মাত্র সিমে বাজারে আসবে।