নেটওয়ার্ক রাউটার এবং রাউট কী?
রাউটার হলো এমন একটি ডিভাইস যা লেয়ার ৩ এ কাজ করে এবং এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে ডাটা প্যাকেট পাঠায়। আর নেটওয়ার্ক রাউট হলো এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে ডাটা প্যাকেট পাঠানোর যে পথ সেটিই নেটওয়ার্ক রাউট।
বেসিক রাউটার ব্লক ডায়াগ্রাম: 

ফ্লাশ মেমরি:
ফ্লাশ মেমরি ব্যবহার করা হয় অপারেটিং সিস্টেম জমা রাখার জন্য।
র‌্যাম:
র‌্যাম ব্যবহার করা হয় রাউটিং টেবিল এর তথ্য এবং রানিং কনফিগারেশন এর ফাইল জমা রাখার জন্য।
এনভির‌্যাম:
এনভির‌্যাম ব্যবহার করা হয় স্টার্টআপ ফাইল জমা রাখার জন্য।
সাধারণত তিন ধরনের রাউট হয়ে থাকে:
  • স্ট্যাটিক রাউট
  • ডাইনামিক রাউট
  • ডিফল্ট রাউট
স্ট্যাটিকরাউট:
ছোট নেটওয়াকের্র ক্ষেত্রে স্ট্যাটিক রাউট ব্যবহিত হয়ে থাকে। এই রাউটিং এ যদি রাউট পরিবর্তন ঘটে তাহলে ম্যানুয়ালি তা আপডেট করতে হয়।
স্ট্যাটিক রাউট এর কমান্ড সিন ট্যাক্স হলো:
Ip route dest-ip subnet{next-hop-ip/interface}
ডাইনামিক রাউট
ডাইনামিক রাউট হলো সে সব রাউট যা সময়ের সাথে সাথে আপনা আপনি পরিবর্তন ঘটে। ফলে ম্যানুয়ালি কিছু করার প্রয়োজন হয় না। যেকোন রাউট পরিবর্তন হলে সেটি অটুমেটিক্যালী রাউটিং টেবিল এ যোগ হয়।
ডিফল্ট রাউট
কোন গন্তব্যের জন্য রাউট নির্ধারণ করে না দেয়া থাকলে রাউটার ডিফল্ট হিসেবে যে পথ বেছে নেবে সেটিই হলো ডিফল্ট রাউট।
রাউটার বেসিক সিকিউরিটি সেটআপ
সিসকো মোড কনফিগারেশন পদ্ধতি
সিসকো রাউটার এ সাধারণত ৪টি মোড থাকে।
  • EXE mode
  • Privilege mode
  • Global configuration mode
  • Interface mode
EXE mode
সিসকো রাউটার সমূহের ইউজার EXE মোড হলো স্বাভাবিক অপারেশন মোড। সিসকো ডিভাইস চালু হওয়ার পর আইওএস লোড হয় এবং EXE মোড এ আসে। EXE মোড এর সিম্বল হলো “>”. এই EXE মোড এ পাসওয়ার্ড দেওয়ার পদ্ধতি নীচে বণর্না করা হলো:-
Exe mode  command
Router>enRouter#configure terminal 
Enter configuration commands, one per line.  End with CNTL/Z.

Router(config)#line console 0

Router(config-line)#password cisco123

Router(config-line)#login

Router(config-line)#exit

Router(config)#exit

%SYS-5-CONFIG_I: Configured from console by console

Router#wr

Privilege mode:
সিসকো রাউটার সমূহের এডভান্সড অপারেশন মোড হলো প্রিভিলেজড মোড।  প্রিভিলেজড মোড এর সিম্বল হলো “#”প্রিভিলেজড মোড এ পাসওয়ার্ড কনফিগারেশন নিয়ম নীচে বর্ণনা করা হলো:
Router>enRouter#configure terminal 
Configuring from terminal, memory, or network [terminal]?

Enter configuration commands, one per line.  End with CNTL/Z.

Router(config)#enable password

Router(config)#enable password titas123

Router(config)#exit

%SYS-5-CONFIG_I: Configured from console by console

Router#wr
Global Configuration mode :
গ্লোবাল কনফিগারেশন মোড হলো সেই অপারেশন যেখানে কোনো কনফিগারেশন কমান্ড দেওয়া হলে তা পুরো ডিভাইসে কাজ করে। তবে গ্লোবাল কনফিগারেশন মোডে যেতে হলে প্রথমে প্রিভিলাইজড মোডে যেতে হবে।
Router>enRouter#configure terminal 
Configuring from terminal, memory, or network [terminal]?

Enter configuration commands, one per line.  End with CNTL/Z.

Router(config)#
Interface mode :
সিসকো ডিভাইসের নির্দিষ্ট কো ইন্টারফেইসকে কনফিগার করার জন্য মোডে যেতে হয়। নীচে একটি পোর্ট কনফিগার করার পদ্ধতি দেওয়া হলো:
Router>enRouter#configure terminal 
Enter configuration commands, one per line.  End with CNTL/Z.

Router(config)#interface fastEthernet 0/0

Router(config-if)#ip address 192.168.60.1 255.255.255.0

Router(config-if)#no shutdown

VLSM বেসিক ধারনা

VLSM হলো Variable Length Subnet Mask. VLSM  এর মাধ্যমে আমরা একটি নেটওয়ার্কে মাল্টিপল সাবনেট মাস্ক ব্যবহার করতে পারি।

VLSM কেন প্রয়োজন?

আইপিগুলোকে সঠিকভাবে ব্যবহার করার জন্য অর্থাৎ আইপির অপব্যবহার কমানের জন্য  VLSM  প্রয়োজন হয় । কারন অনেক সময় এক এক ক্লায়েন্টের এক এক রেঞ্জ এর আইপি দরকার হয় । তাই VLSM এর মাধ্যমে  ক্লায়েন্টের প্রয়োজন অনুযয়িী তাদেরকে আইপি দিতে পারি। একটি উদাহরণ দেখলে আমরা সহজেই বোঝতে পারব।
মনেকরি একটি নতুন  কম্পানি । তাদের বিভিন্ন ডিপার্টমেন্ট এর জন্য  কিছু নির্দিষ্ট সংখ্যক আইপি প্রয়োজন।  তাদের আইপি রিকুয়ারমেন্টটা হলো এই রকম। তাদের
ম্যানেজমেন্ট এর জন্য লাগবে-১০০টি আইপি
সেলস টিম এর জন্য লাগবে-৫০টি আইপি
একাউন্টস টিম এর জন্য লাগবে-২৫টি আইপি
আইটি টিম এর জন্য লাগবে-৫ টি আইপি
এবং আমাদের নেটওয়ার্ক হলো-১৯২.১৬৮.১.০
প্যাকটিক্যালটি করার আগে পূর্বে কিছু তথ্য রিভিও করে নেই।
হোস্টের সংখ্যা বাহির করার জন্য= যে বিটগুলো অফ থাকবে সেই বিটগুলোর ২^(টোটাল সংখ্যা)-২
নেটওয়ার্ক সংখ্যা বাহির করার জন্য= যে বিটগুলো অতিরিক্ত অন হবে সেই বিটগুলোর ২^(টোটাল সংখ্যা)
সাবনেট আইডি বাহির করার জন্য =২৫৬- শেষ বিটের মান
হোস্ট প্রয়োজনব্লক সাইজহোস্ট পাবনেটওয়ার্ক এ্যাড্রেসসাবনেট মাস্ক
১০০১২৮২^৭=১২৮-২= ১২৬১৯২.১৬৮.১.০/২৫২৫৫.২৫৫.২৫৫.১২৮
৫০৬৪(২^৬)=৬৪-২=৬২১৯২.১৬৮.১.১২৮/২৬২৫৫.২৫৫.২৫৫.১৯২
২৫৩২(২^৫)=৩২-২=৩০১৯২.১৬৮.১.১৯২/২৭২৫৫.২৫৫.২৫৫.২২৪
(২^৩)=৮-২=৬১৯২.১৬৮.১.২২৪/২৯২৫৫.২৫৫.২৫৫.২৪৮

চলেন দেখি উপরের  কাজটি আমরা কিভাবে সর্ম্পুন করছি।

ধাপ-০১: ১০০টি হোস্টের জন্য
VLSM করার সময় সবোর্চ্চ সংখ্যক আইপি এর প্রথমেই নেওয়া ভাল । ফলে হিসাব করতে সহজ হয়। যেমন এখানে সবোর্চ্চ সংখ্যক আইপি প্রয়োজন হলো ১০০টি । তো ১০০টি হোস্ট আইপির জন্য আমাদেরকে ২^৭=১২৮-২= ১২৬ টি নেতে হবে। তাহলে সাবনেট মাস্ক হবে -২৫৫.২৫৫.২৫৫.১২৮ এবং নেটওয়ার্ক হবে-১৯২.১৬৮.১.০/২৫.
ধাপ-০২ : ৫০টি হোস্টের জন্য
দ্বিতীয় সবোর্চ্চ সংখ্যক আইপি এর প্রয়োজন হলো ৫০টি । যা সেলস টিম এর জন্য লাগবে।  সুতরাং ৫০টি হোষ্ট আইপির জন্য আমাদের নিতে হবে (২^৬)=৬৪-২=৬২টি। তাহলে ৬টি বিট যেহেতু হোস্টের জন্য ব্যবহার করা হয়েছে তাহলে বাকী বিট আছে(৩২-৬)=২৬টি। আবার যেহেতু ক্লাস সি সেহেতু ২৪টি ফিক্সড সেহেতু অতিরিক্ত বিট প্রয়োজন হয়েছে(২৬-২৪)=২টি। উপরের তথ্য অনুযায়ী ২য় বিটের মান হচ্ছে – ১৯২। সুতরাং আমাদের সাবনেট মাস্ক হলো-২৫৫.২৫৫.২৫৫.১৯২। এবং আমাদের নেটওয়ার্ক হবে-১৯২.১৬৮.১.১২৮/২৬ কারন  আমাদের আগের নেটওয়ার্কে ব্লক সাইজ ছিল -১২৮।
ধাপ-০৩: ২৫টি হোস্টের জন্য
তৃতীয় সবোর্চ্চ সংখ্যক আইপি এর প্রয়োজন হলো ২৫টি । যা একাউন্টস  টিম এর জন্য লাগবে।  সুতরাং ২৫টি হোষ্ট আইপির জন্য আমাদের নিতে হবে (২^৫)=৩২-২=৩০টি। তাহলে ৫টি বিট যেহেতু হোস্টের জন্য ব্যবহার করা হয়েছে তাহলে বাকী বিট আছে(৩২-৫)=২৭টি। আবার যেহেতু ক্লাস সি সেহেতু ২৪টি ফিক্সড সেহেতু অতিরিক্ত বিট প্রয়োজন হয়েছে(২৭-২৪)=৩টি। উপরের তথ্য অনুযায়ী ৩য় বিটের মান হচ্ছে – ২২৪। সুতরাং আমাদের সাবনেট মাস্ক হলো-২৫৫.২৫৫.২৫৫.২২৪। এবং আমাদের নেটওয়ার্ক হবে-১৯২.১৬৮.১.১৯২/২৭ কারন  আমাদের আগের নেটওয়ার্কে ব্লক সাইজ ছিল -৬৪। কারন ১২৮+৬৪=১৯২ পযর্ন্ত ব্যবহার করা হয়েছে।
ধাপ-০৪:৫টি হোস্টের জন্য
সবশেষে সবোর্চ্চ সংখ্যক আইপি এর প্রয়োজন হলো ৫টি । যা আইটি টিম মেম্বারদের জন্য লাগবে।  সুতরাং ৫টি হোষ্ট আইপির জন্য আমাদের নিতে হবে (২^৩)=৮-২=৬টি। তাহলে ৩টি বিট যেহেতু হোস্টের জন্য ব্যবহার করা হয়েছে তাহলে বাকী বিট আছে(৩২-৩)=২৯টি। আবার যেহেতু ক্লাস সি সেহেতু ২৪টি ফিক্সড সেহেতু অতিরিক্ত বিট প্রয়োজন হয়েছে(২৯-২৪)=৫টি। উপরের তথ্য অনুযায়ী ৫ম বিটের মান হচ্ছে – ২৪৮। সুতরাং আমাদের সাবনেট মাস্ক হলো-২৫৫.২৫৫.২৫৫.২৪৮। এবং আমাদের নেটওয়ার্ক হবে-১৯২.১৬৮.১.২২৪/২৯ কারন  আমাদের আগের নেটওয়ার্কে ব্লক সাইজ ছিল -৩২। কারন ১৯২+৩২=২২৪ পযর্ন্ত ব্যবহার করা হয়েছে।
যদি VLSM না করা হয় তাহলে যে রকম দেখাবে
হোস্ট প্রয়োজনব্লক সাইজহোস্ট পাবনেটওয়ার্ক এ্যাড্রেসসাবনেট মাস্ক
১০০১২৮২^৭=১২৮-২= ১২৬১৯২.১৬৮.১.০/২৫২৫৫.২৫৫.২৫৫.১২৮
৫০৬৪২^৭=১২৮-২= ১২৬১৯২.১৬৮.১.১২৮/২৫২৫৫.২৫৫.২৫৫.১২৮
২৫৩২২^৭=১২৮-২= ১২৬১৯২.১৬৮.২.০/২৫২৫৫.২৫৫.২৫৫.১২৮
২^৭=১২৮-২= ১২৬১৯২.১৬৮.২.১২৮/২৫২৫৫.২৫৫.২৫৫.১২৮
ধাপ-০১: ১০০টি হোস্টের জন্য
এখানে সবোর্চ্চ সংখ্যক আইপি প্রয়োজন হলো ১০০টি । তো ১০০টি হোস্ট আইপির জন্য আমাদেরকে ২^৭=১২৮-২= ১২৬ টি নেতে হবে। তাহলে সাবনেট মাস্ক হবে -২৫৫.২৫৫.২৫৫.১২৮ এবং নেটওয়ার্ক হবে-১৯২.১৬৮.১.০/২৫
ধাপ-০২: ৫০টি হোস্টের জন্য
দ্বিতীয় সবোর্চ্চ সংখ্যক আইপি এর প্রয়োজন হলো ৫০টি । যা সেলস টিম এর জন্য লাগবে।  সুতরাং ৫০টি হোষ্ট আইপির জন্য আমাদের নিতে হবে ২^৭=১২৮-২= ১২৬ টি।  আমাদের নেটওয়ার্ক হবে-১৯২.১৬৮.১.১২৮/২৫ .
 ধাপ-০৩: ২৫টি হোস্টের জন্য
তৃতীয় সবোর্চ্চ সংখ্যক আইপি এর প্রয়োজন হলো ২৫টি । যা একাউন্টস  টিম এর জন্য লাগবে।  সুতরাং ২৫টি হোষ্ট আইপির জন্য আমাদের নিতে হবে ২^৭=১২৮-২= ১২৬টি।  কিন্তু আমাদের নেটওয়ার্ক হবে-১৯২.১৬৮.২.০/২৫
 ধাপ-০৪: ৫টি হোস্টের জন্য
সবশেষে আইপি এর প্রয়োজন হলো ৫টি । যা আইটি টিম মেম্বারদের জন্য লাগবে।  সুতরাং ৫টি হোষ্ট আইপির জন্য আমাদের নিতে হবে ২^৭=১২৮-২= ১২৬ টি। কিন্তু আমাদের নেটওয়ার্ক হবে-১৯২.১৬৮.২.১২৮/২৫
VLSM  ইমপ্লিমেন্ট এর ফলে আর VLSM ইমপ্লিমেন্ট না করলে যে চিত্রটি পাব
VLSM ইমপ্লিমেন্ট এর ফলে
হোস্ট প্রয়োজনব্লক সাইজহোস্ট পাবনেটওয়ার্ক এ্যাড্রেসসাবনেট মাস্ক
১০০১২৮২^৭=১২৮-২= ১২৬১৯২.১৬৮.১.০/২৫২৫৫.২৫৫.২৫৫.১২৮
৫০৬৪(২^৬)=৬৪-২=৬২১৯২.১৬৮.১.১২৮/২৬২৫৫.২৫৫.২৫৫.১৯২
২৫৩২(২^৫)=৩২-২=৩০১৯২.১৬৮.১.১৯২/২৭২৫৫.২৫৫.২৫৫.২২৪
(২^৩)=৮-২=৬১৯২.১৬৮.১.২২৪/২৯২৫৫.২৫৫.২৫৫.২৪৮
VLSM  ইমপ্লিমেন্ট না করার ফলে
হোস্ট প্রয়োজনব্লক সাইজহোস্ট পাবনেটওয়ার্ক এ্যাড্রেসসাবনেট মাস্ক
১০০১২৮২^৭=১২৮-২= ১২৬১৯২.১৬৮.১.০/২৫২৫৫.২৫৫.২৫৫.১২৮
৫০৬৪২^৭=১২৮-২= ১২৬১৯২.১৬৮.১.১২৮/২৫২৫৫.২৫৫.২৫৫.১২৮
২৫৩২২^৭=১২৮-২= ১২৬১৯২.১৬৮.২.০/২৫২৫৫.২৫৫.২৫৫.১২৮
২^৭=১২৮-২= ১২৬১৯২.১৬৮.২.১২৮/২৫২৫৫.২৫৫.২৫৫.১২৮
সবশেষে এখানে লক্ষ্য করলেই দেখতে পাবেন। VLSM না করলে কতগুলো আইপি শুধু শুধু লস হচ্ছে ।
আরেকটি কথা বলে রাখা দরকার পরীক্ষায় এ  ধরনের প্রশ্ন থাকে
  • VLSM নেটওয়ার্কে কোন মাস্কটি পয়েন্ট টু পয়েন্ট ওয়্যান লিংকে ব্যবহার করা হয়।
১. /২৭
২./২৮
৩./২৯
৪./৩০
৫. /৩১
  • ৮টি ল্যান হবে এবং প্রতিটি ল্যানে ২৬টি হোস্ট থাকবে । এ ধরনের অবস্খাতে এখান থেকে কোন সাবনেটটি সিলেক্ট করতে হবে?
এ-০.০.০.২৪০
বি- ২৫৫.২৫৫.২৫৫.২৫২
সি-২৫৫.২৫৫.২৫৫.০
ডি-২৫৫.২৫৫.২৫৫.২২৪
ই-২৫৫.২৫৫.২৫৫.২৫৫.২৪০
চলুন প্রশ্ন গুলোর ব্যাখ্যা দেখি
এ-  ইহা সঠিক নয় । কারন এখানে যা দেওয়া হয়েছে তা হলো ওয়াইল্ডকার্ড মাক্স।
বি-  আমরা দেখতে পারছি সাবনেট মাস্ক ২৫৫.২৫৫.২৫৫.২৫২।  তাহলে প্রথম /২৪বিট অন। সাথে সাথে আরও ৬টি বিট অন। সুতরাং আমরা টোটাল নেটওযার্ক পাব(২^৬)=৬৪টি আর টোটাল হোস্ট পাব ২^২=৪-২=২টি। এখন দেখা যাচ্ছে যে আমাদের রিকুয়ারমেন্ট এর সাথে যাচ্ছে না । কারন আমাদের হোস্ট লাগবে প্রত্যেক নেটওয়ার্কে ২৬টি। তাহলে বি ও ভুল।
সি- ২৫৫.২৫৫.২৫৫.০ হলো ডিফল্ট সাবনেট মাস্ক। আমরা ইহা সাবনেট করতে পারব না । তাহলে ইহাও ভুল।
১২৮-১৯২-২২৪-২৪০
ডি- আমরা দেখতে পারছি সাবনেট মাস্ক ২৫৫.২৫৫.২৫৫.২২৪।  তাহলে প্রথম /২৪বিট অন। সাথে সাথে আরও ৩টি বিট অন। সুতরাং আমরা টোটাল নেটওযার্ক পাব(২^৩)=৮টি আর টোটাল হোস্ট পাব ২^৫=৩২-২=৩০টি। তাহলে আমরা দেখতে পারছি ইহা আমাদের রিকুয়ারমেন্ট এর সাথে মিল আছে। সুতরাং উত্তর হলো ডি। তারপরও আমরা ই অপশনটা চেক করি।
ই-  আমরা দেখতে পারছি সাবনেট মাস্ক ২৫৫.২৫৫.২৫৫.২৪০।  তাহলে প্রথম /২৪বিট অন। সাথে সাথে আরও ৪টি বিট অন। সুতরাং আমরা টোটাল নেটওযার্ক পাব(২^৪)=১৬টি আর টোটাল হোস্ট পাব ২^৪=১৬-২=১৪টি। ইহা আমাদের প্রয়োজনের সাথে যাচ্ছে না । কারন আমাদের প্রত্যেক নেটওয়ার্কে হোস্ট লাগবে ২৬টি ।
এভাবে আসলে সঠিক উত্তরটি পাওয়ার সাথে সাথে ভুল উত্তর গুলো চেক করেন তাহলে দেখবেন কেন ভুল হল এই বিষয়টি জানতে পারলে অনেক পরিষ্কার ধারনা হবে। আজকের মত এখানেই শেষ করলাম ।


ক্লাস-এ সাবনেটিং
আমার এক বন্ধু পড়াশোনা শেষ করতে না করতেই সে একটি মাল্টিন্যাশনাল কম্পানিতে জব পায়। তখন অবশ্যই আমাদের বন্ধুদের মাঝে অন্য কেউ জবে জয়েন করে নাই । আর আমার এই বন্ধু বেতন পাইত ২৫ অথবা ২৬ তারিখের দিকে । তাই মাস শেষে আমাদের যখন টানাপোড়ন চলত তখন এই বন্ধুর চলত শপিং আর শপিং। তারপরও আমরা ওকে নিয়ে খুব মজা করতাম কারণ ও আসলে খুব কম কথা বলত এবং সবসময় একা থাকার চেষ্টা করত। একদিন আমি  এই বন্ধুটিকে জিজ্ঞাস করলাম তুইতো আইটিতে জয়েন করেছিস তো আইটির কাজ তুই কিছু পারিস! ওতো রেগে গিয়ে বলে উঠল কাজ না পারলে কি আমার চেহারা দেখে জব দিছে! আমি মনে মনে ভাবলাম পাগলা কেঁপেছে এখন কিছু জানা যাবে। তাই সাথে সাথে সরি বলে বললাম তাই তো কাজ না জানলে জব হইল কিভাবে এবং সাথে সাথে জিজ্ঞাস করলাম তোদের অফিসে কোন ক্লাসের আইপি ব্যবহার করে সাথে সাথে বলে উঠল ক্লাস-এ। আবার প্রশ্ন করলাম ক্লাস এ কেন? কিছুটা জ্ঞানী ভাব নিয়ে বলল আরে তুই জানিস না আমাদের ক্লাস এ ব্যবহার করার উদ্দেশ্য হলো আমাদের নেটওয়ার্ক সংখ্যা কম কিন্তু হোস্ট এর সংখ্যা বেশি । এ থেকেই বুঝতে পারি  যে যদি নেটওয়ার্ক আইডি এর সংখ্যা কম আর হোস্ট আইডির সংখ্যা বেশি প্রয়োজন হয় তাহলে আমরা ক্লাস-এ এর আইপি সিলেক্ট করব। এছাড়াও,
ক্লাস এ নেটএয়ার্কে প্রথম ৮বিট ব্যবহার করা হয় নেটওয়ার্ক পরবর্তী ২৪বিট ব্যবহার করা হয় হোস্ট বিট হিসেবে। সুতরাং বোঝাfই যাচ্ছে যে ক্লাস-এ সিলেক্ট করলে নেটওয়ার্কের প্রায় তিনগুন এড্রেস হোস্ট এড্রেস হিসেবে ব্যবহার করা যাবে। আর ক্লাস-এর ডিফল্ট মাস্ক হলো ২৫৫.০.০.০।
চলুন ক্লাস এ এর ক্ষেত্রে একটি (১)বিট অন করে সাবনেটিং করি।
১০.০.০.০/৯
২৫৫.১২৮.০.০
নেটওয়ার্ক সংখ্যা=২^১ =২
হোস্টের সংখ্যা= ২^২৩-২= ৮৩৩৮৬০৬
সাবনেট আইডি =২৫৬-১২৮=১২৮
নেটওয়ার্ক-১= ১০.০.০.০
প্রথম হোস্ট =১০.০.০.১
১০.০.০.১
১০.০.০.৩
শেষ হোস্ট= ১০.১২৭.২৫৫.২৫৪
ব্রডকাস্ট এড্রেস=১০.১২৭.২৫৫.২৫৫
——————–
নেটওয়ার্ক-২= ১০.১২৮.০.০
প্রথম হোস্ট= ১০.১২৮.০.১
১০.১২৮.০.২
১০.১২৮.০.৩
শেষ হোস্ট= ১০.২৫৫.২৫৫.২৫৪
ব্রডকাস্ট এড্রেস= ১০.২৫৫.২৫৫.২৫৫
===================================
একইভাবে আবার ক্লাস বি এর ক্ষেত্রে দুইটি(২) বিট অন করে সাবনেটিং করি।
১০.০.০.০/১০
২৫৫.১৯২.০.০
নেটওয়ার্ক সংখ্যা=২^২ =৪
হোস্টের সংখ্যা= ২^২২-২= ৪১৯৪৩০২
সাবনেট আইডি =২৫৬-১৯২=৬৪
——————–
নেটওয়ার্ক-১= ১০.০.০.০
প্রথম হোস্ট =১০.০.০.১
১০.০.০.১
১০.০.০.৩
শেষ হোস্ট= ১০.৬৩.২৫৫.২৫৪
ব্রডকাস্ট এড্রেস=১০.৬৩.২৫৫.২৫৫
——————–
নেটওয়ার্ক-২= ১০.৬৪.০.০
প্রথম হোস্ট= ১০.৬৪.০.১
১০.৬৪.০.২
১০.৬৪.০.৩
শেষ হোস্ট= ১০.১২৭.২৫৫.২৫৪
ব্রডকাস্ট এড্রেস= ১০.১২৭.২৫৫.২৫৫
————————–
নেটওয়ার্ক-৩= ১০.১২৮.০.০
প্রথম হোস্ট =১০.১২৮.০.১
১০.১২৮.০.২
১০.১২৮.০.৩
শেষ হোস্ট= ১০.১৯১.২৫৫.২৫৪
ব্রডকাস্ট এড্রেস=১০.১৯১.২৫৫.২৫৫
নেটওয়ার্ক-৪-= ১০.১৯২.০.০
প্রথম হোস্ট= ১০.১৯২.০.১
১০.১৯২.০.২
১০.১৯২.০.৩
শেষ হোস্ট= ১০.২৫৫.২৫৫.২৫৪
ব্রডকাস্ট এড্রেস= ১০.২৫৫.২৫৫.২৫৫
===================================
পরীক্ষায় যে ধরনের প্রশ্ন থাকে……
১০.০.০.০/৮ প্রত্যেক সাবনেট এ কমপক্ষে ৫০০০ হোস্ট থাকবে।
প্রশ্ন: কতগুলো বিট অন করতে হবে ৫০০০ হোস্ট তৈরি করার জন্য?
উত্তর:
২^১২=৪০৯৬-২=৪০৯৪
২^১৩=৮১৯২-২=৮১৯০
অর্থাৎ ১৩ বিট অন করলে আমাদের প্রয়োজন সম্পূর্ন হবে।
প্রশ্ন : তাহলে নতুন সাবনেট কত হবে?
উত্তর :
ক্লাস এর ডিফল্ট সাবনেট যেহেতু ২৫৫.০.০.০ এবং আরও ১৩বিট অন করা হয়েছে তাহলে (৩২-১৩)=১৯বিট। তাহলে ১৯বিট অন করলে আসে প্রথম ৮বিটের জন্য ২৫৫. পরবর্তী ৮বিটের জন্য ২৫৫ তাহলে বাকী তাকে ৩বিট। ৩বিটের মান হলো ২২৪. সুতরাং সাবনেট মাস্ক হলো
২৫৫.২৫৫.২২৪.০
এই তথ্যগুলো পেয়েছি আমরা আগে যে ধারাটি শিখেছিলাম সেটি থেকে
১২৮-১৯২-২২৪-২৪০-২৪৮-২৫২-২৫৪-২৫৫
১—২—৩—৪—৫—৬—৭—৮
উত্তর : ব্লক সাইজ কত?
২৫৬-২২৪
=৩২
প্রশ্ন : ৫তম নেটওয়ার্কটি কি?
১০.০.০.০
১০.০.৩২.০
১০.০.৬৪.০
১০.০.৯৬.০
১০.০.১২৮.০
আজকের মতো এখানেই শেষ করছি। আমাদের পরবর্তী টিউটোরিয়াল VLSM।