ব্লক করা ওয়েব সাইটে ঢুকতে চান - ব্যবহার করুন টর ব্রাউজার

অনেক সময় বিভিন্ন ওয়েব সাইট যেমন ফেসবুক, ইউটিউব ইত্যাদি অফিসে বা নির্দিষ্ট স্থানে ব্লক করা থাকে। এসব সমস্যা থেকে মুক্তি দিবে    সম্পূর্ণ ফ্রি এবং শক্তিশালী ওয়েব ব্রাউজার যার নাম হচ্ছে  টর ব্রাউজার(Tor Browser ) । যারা নেট নিয়ে প্রায়ই পড়ে থাকেন তারা টর ব্রাউজার সম্পর্কে অবশ্যই  শুনে থাকবেন ।


স্বাধারন ব্রাউজার ও টর ব্রাউজারের মধ্যে রয়েছে বিশেষ কিছু পার্থক্য যা টর ব্রাউজারকে অন্যগুলোর চেয়ে তুলনামূলক ব্যাতিক্রম করে তুলেছে।

টর ব্রাউজারের  বৈশিষ্ট্য:
আইপি হাইড করে অর্থাৎ সম্পূর্ণ অজ্ঞাত পরিচয়ে ব্রাউজিং করা যায়।
ব্লক করা যে কোন ওয়েব সাইট ব্রাউজ করার সুবিধা।
আইপি হাইডের কারণে স্পীডের কোন তারতম্য ঘটে না।
এতে উইন্ডোজ, ম্যাক এবং লিনাক্স সংস্করণ রয়েছে।
ইন্সটল করার কোন ঝামেলা নেই।
সম্পূর্ণ ফ্রি সফটওয়্যার।
ইংরেজি ছাড়াও আরো অনেক ভাষা সাপোর্ট করে।



এই ব্রাউজারটি ব্যবহার করা খুবই সহজ। হ্যাকাররা ছাড়াও সাধারণ ব্যবহারকারীরাও এটা ব্যবহার করতে পারে অনায়াসেই। সফটওয়্যার টি আগে  এক্সট্র্যাক্ট  করে নিন 


এখন দেখানো লোকেশনে টর ব্রাউজার নামের একটি ফোল্ডার তৈরি হবে। ফোল্ডারটিতে Start Tor Browser নামের একটি আইকন থাকবে। সেখানে ডাবল ক্লিক করলে নিচের মত একটা উইন্ডো ওপেন হবে।

এটি পুরোপুরি লোড হবে তখন স্বয়ংক্রিয়ভাবে নতুন একটি ব্রাউজার ওপেন হবে। তবে টর ব্রাউজারের জন্য অন্যান্য ব্রাউজারে কোনো প্রভাব ফেলবে না অর্থাৎ আগের মতই কাজ করা যাবে। ব্রাউজিং শেষ করার পরে ব্রাউজারটি বন্ধ করে দিতে হবে। স্বয়ংক্রিয়ভাবে সকল কুকি, হিস্টোরি মুছে যাবে টর ব্রাউজারের। অর্থাৎ ব্যবহারকারী পুরোপুরি নিরাপদ থাকবেন।
 
এভাবেই টর ব্রাউজার ব্যবহার করে নিরাপদ থাকা যাবে। টর ব্রাউজারের  ডাউনলোড লিঙ্ক এখানে
[ টেকহাব / ই বাংলা টেক ]

টর ব্রাউজারের সবচেয়ে বেশি ব্যাবহার হয় ডার্ক ওয়েব বা ডিপ ওয়েবে ,  এর ধারাবাহিক সিরিজগুলো পড়তে এখানে ক্লিক করুন