বর্তমানে বিশ্বব্যাপি ইন্টারনেটের পরিসর অনেক বড়। স্বাভাবিক দৃষ্টিতে প্রতি দিন বা মাসে ইন্টারনেটভিত্তিক বিভিন্ন সেবার মাধ্যমে কী পরিমাণ তথ্য আদান-প্রদান, ভিডিও দেখা বা ছবি আপলোড করা হয় তা বোঝা যায় না। ইন্টারনেটে প্রতি দিন বা মাসে নয়, প্রতি মিনিটে কী ধরনের ডাটা তথ্য লেনদেন ও অর্থ ব্যয় হয় তার একটি চার্ট সম্প্রতি প্রকাশ করেছে ইকোনমিক টাইমস।

প্রতি মিনিটে স্ন্যাপচ্যাটে ফোটো শেয়ার হয় প্রায় ৫ লক্ষ ২৭ হাজার।
প্রতি মিনিটে ফেসবুকে লগ ইন করেন প্রায় ৭ লক্ষ ইউজার।
প্রতি মিনিটে হোয়াটসঅ্যাপ মেসেজ হয় প্রায় ১ কোটি ৮০ লক্ষ।
প্রতি মিনিটে শুধুমাত্র জিমেল থেকেই ইমেইল করা হয় প্রায় ১৫ কোটি।
প্রতি মিনিটে ফেসবুকে স্ট্যাটাস আপডেট হয় প্রায় ২ লক্ষ ৯৩ হাজার।
প্রতি মিনিটে ফেসবুকে ফটো আপলোড হয় প্রায় ১ লক্ষ ৩৬ হাজার।
প্রতি মিনিটে ইউটিউবে ভিডিও দেখেন ২০ লক্ষ ৭৮ হাজার মানুষ।
প্রতি মিনিটে ইউটিউবে ৩০০ ঘণ্টার ভিডিও ফুটেজ আপলোড হয় গুগলকে প্রতি মিনিটে প্রায় ২০ লক্ষ ৪০ হাজার প্রশ্নের উত্তর দিতে হয়।

ইনস্টাগ্রামে প্রায় ৩৮ হাজার ছবি আপলোড হয় প্রতি মিনিটে। প্রায় ৩ লক্ষ ৪৭ হাজার টুইট করা হয় প্রতি মিনিটে। প্রায় ১ লক্ষ ৪ হাজার স্কাইপ কল হয় প্রতি মিনিটে।

ফেসবুকে প্রতি মিনিটে ৯ লাখ বার লগইন হয়। মেসেঞ্জার ব্যবহার করে মিনিটে ১৫ হাজার জিআইএফ পাঠানো হয়।২০০ কোটি সক্রিয় ব্যবহারকারী প্রতি মাসে ফেসবুক ব্যবহার করেন। এর অর্থ হলো বিশ্বের মোট জনসংখ্যার ২৫ শতাংশের বেশি মানুষ বছরের যেকোনো এক মাসে অন্তত একবার ঢুঁ মারেন সামাজিক যোগাযোগের সবচেয়ে জনপ্রিয় এই মাধ্যমে।

গুগলের প্লে স্টোর থেকে ৩ লাখ ৪২ হাজার অ্যাপ ডাউনলোড করা হয় প্রতি এক মিনিটে। হিসাবটা সহজেই ঘণ্টা, দিনে মিলিয়ে নিতে পারেন। আমরা যখন ইন্টারনেটে এক মিনিট ধরে ব্যস্ত সময় পার করছি, ঠিক সে সময় সারা বিশ্বে নিজের প্রয়োজনে মানুষ ১৫ কোটি ৬০ লাখ মেইল পাঠাচ্ছে। 
স্মৃতিবিভ্রমে (ডিমেনশিয়া) রোগে আক্রান্ত মানুষের স্মৃতিশক্তি ফিরিয়ে দিতে সক্ষম একটি কম্পিউটার গেম উদ্ভাবন করেছেন বিজ্ঞানীরা। স্মৃতিবিভ্রম নিয়ে গবেষণাকারী যুক্তরাজ্যের প্রতিষ্ঠান আলঝেইমারস রিসার্চ ইউকে’র বিজ্ঞানীরা যুগান্তকারী এই গেমটির উদ্ভাবন করেন।
গেম টির নাম - C hero quest

স্নায়ুবিজ্ঞানীরা বলছেন, এটা শুধু খেলাই নয়, যখন ওই ব্যক্তি খেলতে থাকবেন তখন অসংখ্য তথ্য-উপাত্ত সংগ্রহ হতে থাকবে। পরে তথ্য-উপাত্তগুলো মূল্যায়ন করা হবে। এতে তরুণ বয়সের যেসব স্মৃতি হারিয়ে গেছে, সেগুলোও উঠে আসবে। সুইজারল্যান্ডের জুরিখের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইটিএইচ জুরিখের কগনেটিভ সায়েন্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ক্রিস্টফ হোলশার বলেন, এটা আমাদের এমন এক সুযোগ করে দেবে, যার সাহায্যে অসংখ্য তথ্য-উপাত্ত সংগ্রহ করা যাবে, যা বর্তমান সময়ের কোনো প্রযুক্তির মাধ্যমে করা সম্ভব নয়।
যুক্তরাজ্যে এখন প্রায় সাড়ে আট হাজার মানুষ স্মৃতিবিভ্রম রোগে আক্রান্ত হয়ে জীবনযাপন করছেন, যা ২০৫০ সালের মধ্যে ৪০ হাজারে দাঁড়াতে পারে। যারা স্মৃতিবিভ্রম রোগে আক্রান্ত, তাদের প্রায় অধিকাংশের ক্ষেত্রেই সম্পূর্ণ অসুস্থ হওয়ার আগে উপসর্গ দেখা দিয়েছিল।
একটি সমস্যায় অনেকেই ভুগছেন আর তা হলো- ফেসবুকের প্রোফাইলই থেকে ছবি কপি করে নিয়ে নতুন করে অ্যাকাউন্ট খুলছে অজানা কেউ। বিশেষ করে নারীরা এ সমস্যায় একটু বেশিই পড়েছেন। এজন্য প্রয়োজন প্রোফাইলের ছবির নিরাপত্তা। আপনি চাইলে আপনার ছবিটি নিরাপদ রাখতে পারবেন যা, চাইলেও কেউ কপি করতে পারবে না।
ফেসবুকে লগইন করে Photo Album -এ প্রবেশ করুন। এরপর আপনাকে Profile Photo Album -এ ক্লিক করতে হবে।যে ছবিটি কপি অযোগ্য করতে চান সেটিতে ক্লিক করে Privacy অপশন থেকে only me করে রাখুন।
এই কাজটি করলে প্রোফাইলের ছবিটি দেখা গেলেও তাতে ক্লিক করলে কাজ করবে না। ফলে নিরাপদে থাকবে আপনার প্রোফাইল ছবিটি।  শুধু বন্ধুদের জন্য বা নির্দিষ্ট কিছু বন্ধুদের জন্য ছবিটি বড় করে দেখার সুবিধা রাখতে পারেন। সেটিও করা যাবে Privacy অপশন থেকে।
ফেসবুক সংক্রান্ত আরও টিপস পেতে ভিসি ট করুন এখানে
ভাব নেয়া একজন লোক একদিন তার ল্যাপটপে  কথা বলা প্রোগ্রাম দেখিয়ে আমার এক বন্ধুর মাথা দিল খারাপ করে , দেখা হওয়ার পর থেকেই  জ্বালাতন শুরু এমন একটি কিছু বানিয়ে দেয়ার জন্য । তার সাথে আপনারাও বুঝে নিন মজার এই কাজটি   
পদ্ধতিটা খুবই সহজ  , VBS এক্সটেনশনের ফাইল দিয়েই উইন্ডোজ কম্পিউটারে , কম্পিউটারকে দিয়ে কথা বলানো যায় । কথা কিন্তু হবে ডিকশনারীর টকিং ওয়ার্ড অপশনের মত, শুধু ইংরেজি বর্নের ব্যাবহার করতে হবে । 

VBS হচ্ছে ভিজুয়াল ব্যাসিক স্ক্রিপ্ট । এটিকে মাইক্রোসফট ভিজুয়াল ব্যাসিকের স্ক্রিপ্টিং এডিশন বলা হয়, এই স্ক্রিপ্ট দিয়ে উইন্ডোজ এর অনেক চমৎকার কিছু কাজ করা যায় ,এটি Batch file থেকেও অধিক শক্তিশালী বিবেচনা করা হয় , দেরী না করে শুরু করি তাহলে,

প্রথমেই একটি নোট প্যাড ওপেন করুন 
নীচের কোড টি কপি করে নোট প্যাডে পেস্ট করুন,  

msg=InputBox("Enter Your Speech:")
Set sapi=CreateObject("sapi.spvoice")
sapi.Speak msg

save  করুন নিজের পছন্দ অনুযায়ী নামে , তবে অবশ্যই ফাইলের এক্সটেনশন .vbs দিবেন  অর্থাৎ ফাইলটির নাম যদি দিতে চান ebangla  তাহলে ফাইলটির পুরো নাম হবে ebangla.vbs 
ব্যাস কাজ শেষ  এবার ডাবল ক্লিক করে ফাইল ওপেন করুন  যা টাইপ করবেন আপনার কম্পিউটার তাই পড়ে শোনাবে ।
তো ...... বন্ধুদের সাথে আপনিও এবার ভাব নেয়া শুরু করে দিন 
আর যারা ফাইল এক্সটেনশন নিয়ে সমস্যায় পড়েছেন তারা  HTML এর দ্বিতীয় পর্ব  এর  শুরুর অংশ পড়ে নিতে পারেন , 
কদিন পরপরই ঝড়বৃষ্টি হচ্ছে ঢাকাসহ সারা দেশে। জীবনযাপন মানিয়ে নিতে হচ্ছে প্রকৃতির সঙ্গে। এখন যেহেতু জীবনযাপনে অপরিহার্য হয়ে উঠেছে প্রযুক্তি—মোবাইল ফোন, টিভি, ইন্টারনেট সংযোগ—খেয়াল রাখতে হচ্ছে সেদিকেও। অনেকের মনেই প্রশ্ন থাকে, বজ্রপাতের সময় ওয়াই-ফাই সংযোগ কি বন্ধ রাখা প্রয়োজন? নাকি চালু রাখলেও ক্ষতি নেই? কেউ কেউ অভিযোগ করেন, ঝড়বৃষ্টির কারণে পুড়ে গেছে তাঁদের রাউটার। কোন পরামর্শ মেনে চলা ভালো?

ওয়াই-ফাই একধরনের তারহীন ইন্টারনেট সংযোগ। এটি কাজ করে রাউটারের সাহায্যে। এই রাউটার চলে বিদ্যুৎ-সংযোগে। অনেকেই ধারণা করেন, বজ্রপাতের সময় যেহেতু রাউটার ক্ষতিগ্রস্ত হতে পারে, ওয়াই-ফাই সংযুক্ত যন্ত্রগুলোও হয়তো ক্ষতির মুখে পড়তে পারে। প্রযুক্তিবিদদের বড় অংশ বলছে, বজ্রপাতের ফলে আপনার রাউটার নষ্ট হতে পারে। কিন্তু এর ফলে ওয়াই-ফাই সংযুক্ত ডিভাইসের কোনো ক্ষতির আশঙ্কা নেই। নষ্ট হলে রাউটারই নষ্ট হবে, কিন্তু তার প্রভাব পড়বে না ওই ওয়াই-ফাই নেটওয়ার্কে সংযুক্ত থাকা মুঠোফোন বা ল্যাপটপে।
বিদ্যুৎ-সংযোগে বজ্রপাত ঘটলে আমাদের ডিভাইসগুলো অতিরিক্ত চার্জ গ্রহণ করে অকেজো হয়ে যেতে পারে। এ জন্যই ইউপিএস বা স্ট্যাবিলাইজারের মতো যন্ত্রগুলোর মাধ্যমে আমরা যন্ত্রগুলো সুরক্ষিত রাখি। বজ্রপাতের সময় যে ডিভাইসটি সেই মুহূর্তে বিদ্যুৎ-সংযোগকৃত অবস্থায় থাকে না, তাতে ক্ষতি হওয়ার আশঙ্কাও নেই। এ কারণে বজ্রপাতের সময় রাউটার বন্ধ রাখাই ভালো। শুধু রাউটার কেন, বাকি সব বৈদ্যুতিক যন্ত্র প্লাগ থেকে খুলে রাখা নিরাপদ।
বজ্রপাতের সময় তাই মোবাইল ফোনে চার্জ না দেওয়াই ভালো। ল্যাপটপ চালাতে হলে প্লাগ থেকে খুলে নিয়ে ব্যাটারিতে চালানো নিরাপদ। যদি সম্ভব হয় টিভির ডিশ সংযোগও খুলে রাখুন। ভোল্টেজ স্ট্যাবিলাইজার দিয়ে ফ্রিজ চালানো গেলে ভালো।
বজ্রপাতের সময় যেকোনো ইলেকট্রনিক ডিভাইস সুরক্ষিত রাখতে বাসা বা অফিসের কাট-আউট নিরাপদ রাখুন। নিয়মিত ইলেকট্রিশিয়ান ডেকে সংযোগ পরীক্ষা করিয়ে নিন। অনেকেই কাট-আউটে মোটা তার ব্যবহার করেন, যা বিদ্যুৎ-চালিত যন্ত্রের জন্য ক্ষতিকর।
পৃথিবীর পরতে পরতে ছড়িয়ে আছে রহস্য । প্রতিটি অংশেই রয়েছে বিজ্ঞানের ছোয়া , বিজ্ঞানের একটি চমৎকার বিষয় হল গনিত । আর যদি বলি পৃথিবী এমনকি মহাবিশ্বের প্রায় প্রতিটি অংশেই গনিত ছড়িয়ে আছে তাহলে কি অবাক হবেন? এখন বলব গনিতের একটি রহস্যময় অংশ নিয়ে যা হচ্ছে সোনালী অনুপাত বা স্বর্গীয় অনুপাত , ইংরেজীতে যা হল Golden Ratio ।  প্রায় আড়াইহাজার বছর আগে পিথাগোরাস , ইউক্লিড , ফিবোনাচ্চি , কেপলার ,পিসা ,রাজা পেনরোজ সহ অসংখ্য বিজ্ঞানী এই সোনালী অনুপাত নিয়ে কাজ করেছেন।  এরা সবাই এই অনুপাত কে খুজে পেয়েছেন সৃষ্টি কর্তার সৃষ্টির  অসংখ্য অংশে।  প্রকৃতি , মহাকাশ সকল অংশেই যেন এই সংখ্যা বিরাজমান ।

এই সংখ্যাটি শুধু মাত্র যে গনিতবিদরা ব্যাবহার করেছে তাই নয় , এই অনুপাতের ব্যাবহার করেছে  বিক্ষ্যাত চিত্রশিল্পী , স্থপতি , ভাষ্কর সহ বিভিন্ন পেশার মানুষ । এতক্ষন ধরে সোনালী অনুপাত নিয়ে কথা বললেও  অনুপাতটি বলা হয়নি।   ১.৬১৮০৩৩৮৮......  হল সোনালী অনুপাত। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাতের মান যদি ১.৬১৮ এই রকম হয় তবে  এর মধ্যে সোনালী অনুপাত আছে  বলা হয় । যেহেতু এটি  ২ টি বাহুর অনুপাত তাই এটি এর মান ঋনাত্বক বা শূন্য হয় না কখনোই । ল্যাটিন  Φ (PHI/ ফাই )   দ্বারা একে প্রকাশ করা হয়।  
গণিতবিদ ইউক্লিড তার ‘এলিমেন্টাস’ গ্রন্থে প্রথম PHI এর জ্যামেতিক ব্যখ্যা দেন । তিনি কোন একটি সরলরেখার উপর এমন একটি বিন্দু কল্পনা করেন ( যাকে বলা হয় গোল্ডেন পয়েন্ট ) যাতে রেখাটি এরকম অনুপাতে বিভক্ত হয় যে, ছোট অংশ/বড় অংশ = বড় অংশ/সম্পূর্ণ অংশ । এবং সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হচ্ছে সবসময় উপরের এই অনুপাতের মান হবে 1.6180… : 1 (PHI:1) 

গোল্ডেন রেশিও ২ ভাবে প্রকাশ হয় Golden Rectangle এবং  Golden Spiral।
গানিতিক হিসাব না হয় অন্য একসময় বুঝাবো  আজকে শুধু ঘটনাতেই থাক।  PHI এর সাথে কিন্তু ফিবনোচ্চি সিরিজেরও গভীর সম্পর্ক রয়েছে , গনিত বই এ ধারার অংক করার সময় হয়ত ফিবোনাচ্চি সিরিজের সাথে পরিচয় হয়েছে ।  1,1,2,3,5,8,13,21,34,55,89,144…………এটি একটী অসীম ধারা এবং এর বিশেষত্ব হল এর প্রতিটা পদ আগের দুই পদের যোগফল।   ধারার প্রথম ২-৩ টা সংখ্যা গোনায় না ধরে 

এই ধারার যেকোন সংখ্যা দিয়ে  পরের সংখ্যা ভাগ দিলে ১.৬১ পাওয়া যায় যা হল সোনালী অনুপাত, প্রথমেই সোনালী অনুপাতের  আরেকটী নাম বলেছিলাম তা হচ্ছে  স্বর্গীয় অনুপাত,  ‘The Divine Proportion’ বা ‘ স্বর্গীয় অনুপাত’ নাম করনটি করেছিল বিক্ষ্যাত চিত্র শিল্পী ও বিজ্ঞানী  লিওনার্দো দ্যা ভিঞ্চি , তাকে বলাহত গোল্ডেন রেশিও মাস্টার । তার কারন তিনিই প্রথম মানবদেহে PHI এর উপস্থিতি লক্ষ করেন ; বুঝতে পারেন এর মর্ম ( তিনি মৃত মানুষের দেহের বাইরের ও ভিতরের অঙ্গপ্রত্যঙ্গ নিয়ে অনেক গবেষণা করতেন  । আমরা ডাক্তারের চেম্বারে যেসব মানুষের অঙ্গের ছবি দেখি সেগুলো প্রথম ভিঞ্চিই ডিজাইন করেছিলেন )।

মানব দেহে সোনালী অনুপাতের উপস্থিতিঃ 


মানব দেহের অসংখ্য যায়গায় পাওয়া যায় এই অনুপাত , নাভির নিচ থেকে বাকি অংশের দৈর্ঘ্য = 1.6180…(PHI) ; আবার কাঁধ থেকে হাটু পর্যন্ত এবং হাটু থেকে পায়ের আঙ্গুলের মাথা পর্যন্ত দূরত্বের অনুপাত ও 1.6180…(PHI) ; মানুষের বাহু(বাইসেপ্স) এর সাথে সম্পূর্ণ হাত এর অনুপাতের মান হল 1.6180…(PHI); মানুষের আঙ্গুলের অগ্রভাগ থেকে কনুই এর দৈর্ঘ্য এবং কবজি থেকে কনুই এর দৈর্ঘ্যের অনুপাত 1.6180…(PHI) ; মানুষের মুখমণ্ডলের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 1.6180…(PHI) ; ঠোঁটের দৈর্ঘ্য ও নাকের প্রস্থের অনুপাত , চোখের ২ প্রান্তের দুরুত্ব ও চুল থেকে চোখের মনির দুরুত্ব ও 1.6180…(PHI) ।সারা মুখমন্ডলের সবকিছুতে , শরীরের গিঁটে গিঁটে , মেরুদন্ডে , অভ্যন্তরের অঙ্গেপ্রত্যঙ্গে সবখানে এই PHI খুঁজে পাওয়া যাবে । গোটা মানবদেহে প্রায় ৩ শতাধিক Golden Ratio (PHI) খুঁজে পাওয়া যায় ; মুখমণ্ডলেই পাওয়া যায় ৩০ টিরও বেশি ।  মনোবিজ্ঞানীরা নাকি মানবমনের সাথেও এর সম্পর্ক নির্ণয় করেছে।
মানব মুখমন্ডলে সোনালী অনুপাত
প্রকৃতিতে সোনালী অনুপাতঃ

গোটা প্রানীকুলে-উদ্ভিদকুলে সব কিছুতেই মাত্রাগত ভাবে PHI বিদ্যমান ।সূর্যমুখী ফুলের পাপড়ি ১.৬১৮ অনুপাতে বৃদ্ধি পায়। মৌচাকে স্ত্রী মৌমাছি ও পুরুষ মৌমাছির সংখ্যার অনুপাত PHI । ফুলের ভেতর প্রতি স্তরের রেনুর সাথে পরের স্তরের রেনুর অনুপাত PHI । গাছের প্রতি স্তরে স্তরে পাতা বৃদ্ধির অনুপাত PHI । শামুক-ঝিনুক-সী-শেল এর স্পাইরালেও কোন-না-কোনভাবে PHI রয়েছে , মাছের ঝাক , বন্য প্রানীর শিকার , সব কিছুতেই বিদ্যমান এই অনুপাত। চৌম্বকক্ষেত্র কিংবা বিদ্যুৎক্ষেত্রে ,সরল ছন্দিত স্পন্দনে , তাপবিজ্ঞানে সবখানেই পাওয়া যায় PHI
ফুলের মাঝে সোনালী অনুপাত বিদ্যমান 
মানব স্থাপত্য ও শিল্পেঃ
বিক্ষ্যাত অনেক শিল্প , স্থাপত্যেও রয়েছে  সোনালী অনুপাত , মিসরের পিরামিডে , আগ্রার তাজমহলে , ফ্রান্সের আইফেল টাওয়ারে , নটরডেমে, পারথেননে , ইউনাইটেড নেশন বিল্ডিং সহ আরও অজস্র স্থাপত্যে PHI ব্যবহৃত হয়েছে। বিক্ষ্যাত ছবি  মোনালিসা, ম্যাডোনা অফ রকস ,দ্যা লাস্ট সাপার , ভিট্রভিয়ান ম্যান প্রভৃতি শিল্পেও পাওয়া গেছে সোনালী অনুপাত। কিছু বিখ্যাত কোম্পানির লোগোতে কি করে PHI ব্যবহৃত হয়েছে ।
বিক্ষ্যাত স্থাপত্যেও রয়েছে গোল্ডেন রেশিও

মহাবিশ্বে সোনালি অনুপাতঃ
হারিকেন ,ঘূর্ণিঝড় , ধোঁয়ার কুণ্ডলী সবসময়ই Golden Spiral অনুসরন করে বৃদ্ধি পায়। এমনকি  গ্যালাক্সি গুলোও Golden Spiral অনুসরন করে বিস্তৃত হয় । আমাদের সৌরজগতের গ্রহগুলোর সূর্যের চারপাশে আবর্তনকালও PHI অনুসরনে চলে। শনি গ্রহের বলয়ের ক্ষেত্রেও বাহিরের উজ্জ্বল বলয় ও ভেতরের অন্ধকার বলয় এর অনুপাত PHI ।
ঘুর্নিঝর ও ছায়াপথেও সোনালী অনুপাত
মোটামোটি ছোট করে অনেক কিছুই বলে ফেললাম , সোনালী অনুপাত নিয়ে অসংখ্য গবেষনা হয়েছে , জীবনে প্রতিটি অংশে এর উপস্থিতির জন্যই এর আরেক নাম হচ্ছে Number of Life .
এখানে Fibonacci  এর উচ্চারন ফিবোনাচ্চি করা হয়েছে , বেশ কিছু বই এ ফিবোনাক্কি পড়েছিলাম , তবে ফিবোনাচ্চি বেশী জায়গায় পেয়েছি। গোল্ডেন রেশিও নিয়ে অল্প কিছু লেখা রয়েছে ড্যান ব্রাউনের দ্যা ভিঞ্চি কোড  বইটিতে , ক্রিপ্টোগ্রাফি ও সিম্বলজি নিয়ে আগ্রহ থাকলে পড়ে ফেলতে পারেন মজাদার এই বইটি , আর হ্যা ক্রিপ্টোগ্রাফি নিয়ে যদি কিছু জানতে চান তাহলে ঘুড়ে আসুন এই লিংক থেকে ।
মোবাইলে ডাটা কিনে ফেসবুক চালাচ্ছেন ,Facebook এর একটি চমৎকার ফিচার ভিডিও স্ট্রিমিং। ফেসবুক ব্যবহারকারীরা কোন মাজাদার ঘটনার ভিডিও পাবলিশ করতে পারে তাদের বন্ধু ও অনুসরণকারীদের কাছে।  ঠিকমত টাইমলাইন ও চেক করতে পারলেন না পেইজ স্ক্রল করার সময় একেক পেজ বা প্রোফাইলের শেয়ার করা ভিডিও অটো প্লে হয়ে যায় , মেগাবাইট তখন মহাবেগে কাটতে থাকে । অনেকের কাছে এই ব্যাপারটা খুবই বিরক্তিকর 
তাহলে এবার অফ করে দেই ফেসবুকের অটো ভিডিও প্লে ফিচারটি ।  এই সমস্যা থেকে বাঁচতে নিচের পদ্ধতিটি অনুসরণ করুন। 
১)প্রথমে আপনার ফেসবুকের Account টি আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
২)সেটিংস অপশনে যান 
৩)বাম পাশের প্যানেলে Videos ট্যাবে ক্লিক করুন। Video Settings ডানদিকে দেখা যাবে। ওখানে দুটি Video Default Quality ও Auto-Play Videos এখন Auto-Play Videos এর ডান দিকে ড্রপডাউন বাটন থেকে Off সিলেক্ট করুন

তাহলেই বন্ধ হয়ে যাবে অটো প্লে অপশন , তারপর থেকে আপনি আপনার পছন্দের ভিডিও প্লে দিলেই দেখবেন , অজথা আর কোন ভিডিও চালু হবে না